নাড়ীর টানে ঘরে ফিরছে মানুষ
ব্যস্ত নগর। ব্যস্ত জীবন। সারাক্ষণ ব্যস্ততা নিয়েই চলে জীবন। এমনভাবে অনেকই হাঁপিয়ে উঠে। মানুষ ফিরতে চায় আপন নীড়ে। শুধু শুধু তো ফেরা যায় না। অনেকের কপালে জোটে না ছুটিও। নীড়ের পানে তাকিয়ে থাকা মানুষগুলো ছুটি পায় ঈদে। সেই ছুটিতেই নাড়ীর টানে নীড়ে ছুটে আসে মানুষ। আসন্ন ঈদুল আযহার ছুটি পেয়ে শহরের কোলাহল মাড়িয়ে বাড়ি ফিরছে মানুষ। এখন সব স্রোত যেন রেলস্টেশন, বাস টার্মিনালগুলোতে। উদ্দেশ্যেই একটাই বাবা-মা, স্ত্রী-সন্তানসহ প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দে অংশ নেয়া। কেউ যাচ্ছেন গ্রামের বাড়ি, আবার কেউবা ঘুরতে। নগরীর বাসটার্মিনাল ও রেলস্টেশনগুলোতে ঈদের আগের সেই চিরচেনা রূপ। সকাল থেকে যাত্রীদের আনাগোনা।
ইতোমধ্যেই গ্রামগুলোতে মানুষ ফিরেছে। এ ফেরা অব্যহত থাকবে ঈদের আগের দিন রাত পর্যন্ত। অনেকেই আবার ঈদের দিন বা ঈদের পরের দিনও ফিরতে পারে।
মরিয়ম নামে এক শিক্ষার্থী জানান, তার বাড়ি নওগাঁয়। রাজশাহীতে তিনি লেখাপড়া করেন। ঈদের ছুটিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সে কারণে বাড়ি ফিরছেন তিনি।
মরিয়ম আরো বলেন, ঈদ কাছে আসায় পড়ায় আর মন বসছে না কিছুতেই। মনে হচ্ছে, বাড়ি যেতে পারলেই বাঁচি। তাই শেষ মুহূর্তে টিকিট কাটা। বন্ধুরা মিলে বাড়ি যাচ্ছি। এখন শুধু অপেক্ষা। একটু পরেই ছাড়বে বাস।
রাজশাহীর বালিয়াপুকুর এলাকায় থাকেন বাবুল হোসেন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায়। ছেলে নাবিল জেদ ধরেছে ঈদ দাদা বাড়িতে করবে। সে জন্যই সোমবার সকালে তারা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পরিবারসহ।
কোন মন্তব্য নেই