ঘুষের টাকা গ্রহণকালে এলজিইডি এর উপসহকারী প্রকৌশলী হাতে-নাতে গ্রেপ্তার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঘুষের টাকা গ্রহণকালে এলজিইডি এর উপসহকারী প্রকৌশলী হাতে-নাতে গ্রেপ্তার



ঘুষের টাকা গ্রহণকালে এলজিইডি এর উপসহকারী প্রকৌশলী এহেতেশামুল হককে হাতে-নাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বৃহস্পতিবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ কার্যালয়ে ৫০ হাজার টাকা ঘুষসহ ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।



দুদক জানায়, ঠিকাদার কাজ পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাইলে এক অভিযোগকারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের ঢাকা অফিস অভিযান পরিচালনা করেন।দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ার ও  ঢাকা-২ এর উপপরিচালক মোরশেদ আলমের তত্বাবধানে গঠিত একটি টিম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের এলজিইডিয়ের উপসহকারী প্রকৌশলী এহেতেশামুল হককে ৫০ হাজার টাকা ঘুষসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

কোন মন্তব্য নেই