ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত



জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ৮টায় রাজধানীতে হাইকোর্ট চত্বর সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠে এই জামাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন,ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনসহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মুসল্লিরা এই ঈদ জামাতে অংশ নেন।
এছাড়া মন্ত্রিসভার সদস্য, সুপ্রিম কোর্টের বিচারক, সংসদ সদস্য, রাজনীতিবিদ, উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা ঈদ জামাতে অংশ নেন।

নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। নামাজ শেষে তিনি দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন।

নামাজ শেষে রাষ্ট্রপতি সবার সঙ্গে কুশল বিনিময় করেন। সাধারণ মুসল্লিদেরও নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।
সকাল থেকেই দেশের প্রধান ঈদ জামাতে অংশ নিতে দলে দলে মুসল্লিরা জাতীয় ঈদগাহে আসতে শুরু করে। শিশু, যুবক, বৃদ্ধরা পাঞ্জাবি-পাজামা-টুপি পড়ে জাতীয় ঈদগাহে উপস্থিত হন।

ঈদ জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

কোন মন্তব্য নেই