জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার


জার্মানির লুদউইগসাফেন শহরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমার খোঁজ মিলেছে। বিস্ময়কর ব্যাপার হলো, বোমাটি এতোদিন তাজা ছিল। সৌভাগ্যবশত জার্মানির বোমা নিষ্ক্রিয়করণ দল এটি নিষ্ক্রিয় করে। তাজা বোমাটির খোঁজ মেলার পর লুদউইগসাফেন শহরের সাড়ে ১৮ হাজার মানুষকে তাদের বাড়ি ঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।

ধারণা করা হচ্ছে, ৫০০ কেজির বোমাটি মার্কিন সেনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিক্ষেপ করেছিল। গত সপ্তাহে শহরের একটি নির্মাণ কাজের জায়গায় এর সন্ধান মেলে। লুদউইগসাফেন শহর কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল টুইটার বার্তায় লেখেন, সৌভাগ্যবশত বোমাটি নিষ্ক্রীয় করা গেছে। শহরের নাগরিকরা এখন বাড়ি ফিরে যেতে পারবেন। টুইট বার্তার সঙ্গে বোমার ছবিও পোস্ট করেছে কর্তৃপক্ষ। ছবিতে দেখা যায়, মাটির নিচে চাপা পড়ে থাকা বোমাটি বেঁধে রাখা হয়েছে। সন্ধান মেলার পর কর্তৃপক্ষ বোমা উদ্ধারের জায়গা থেকে চারপাশে ১০০০ মিটার দূরবর্তী অঞ্চলে থাকা মানুষদের বাড়ি ত্যাগের নির্দেশ দেয়। এর আগেও জার্মানি থেকে বোমা উদ্ধার করা হয়। গত বছর জার্মানির ফ্রাঙ্কফুটে ‘ব্লকবাস্টার’ নামে ১৪০০ টন ওজনের একটি বোমা উদ্ধার করা হয়।

কোন মন্তব্য নেই