পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ওষুধের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্ল্যাক্সোস্মিথক্লাইন ওষুধের ব্যবসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য কোম্পানিটি আগামী ১৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৪ অক্টোবর বেলা ১১টায় ইজিএম করবে। ইজিএমের স্থান পরবর্তীতে জানানো হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ১৯ সেপ্টেম্বর।
এর আগে সংবাদ সম্মেলনে ওষুধ ফ্যাক্টরি বন্ধের ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। ওই সময় জানানো হয়, কোম্পানির পরিচালনা পর্ষদ বাণিজ্যিক ঝুঁকিতে থাকা তাদের ফার্মাসিউটিক্যাল বিজনেস ইউনিটের উৎপাদন ও বাণিজ্যিক কার্যক্রম বন্ধের প্রস্তাব করেছে। তবে জিএসকে বাংলাদেশ তাদের কনজিউমার হেলথকেয়ার ব্যবসা চালিয়ে যাবে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ২০১৮) বহুজাতিক এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে। এ সময় ইপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ১৪ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ১৯ টাকা ২৭ পয়সা। এদিকে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) এ কোম্পানি ৩ টাকা ৬৫ পয়সা ইপিএস দেখিয়েছে, যা এর আগের বছর একই সময়ে ছিল ৪ টাকা ৬১ পয়সা। ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭৮ টাকা ৪৯ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে গ্ল্যাক্সোস্মিথক্লাইন। এক বছরে কোম্পানিটির ইপিএস হয় ৫৫ টাকা ৫৬ পয়সা।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় গ্ল্যাক্সোস্মিথক্লাইন। সে হিসাব বছরে কোম্পানির ইপিএস হয় ৫৩ টাকা ৫১ পয়সা। এর আগে ২০১৫ হিসাব বছরের জন্য ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন গ্ল্যাক্সোস্মিথক্লাইনের শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গতকাল গ্ল্যাক্সোস্মিথক্লাইন শেয়ারের সর্বশেষ দর ২ দশমিক ৭১ শতাংশ বা ৩১ টাকা ৮০ পয়সা বেড়ে দাঁড়ায় ১ হাজার ২০৭ টাকা ২০ পয়সায়। দিনভর দর ১ হাজার ১৮৫ টাকা থেকে ১ হাজার ২০৭ টাকা ২০ পয়সার মধ্যে ওঠানামা করে। সমাপনী দর ছিল ১ হাজার ২০৬ টাকা, যা এর আগের কার্যদিবসে ছিল ১ হাজার ১৭৫ টাকা ৪০ পয়সা। এদিন ৮৭ বারে এ কোম্পানির মোট ৫০৫টি শেয়ারের লেনদেন হয়।
এত বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ১ হাজার ৫ টাকা ও সর্বোচ্চ দর ১ হাজার ৭০০ টাকা ১০ পয়সা।
গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ ১৯৭৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ২০ কোটি ও পরিশোধিত মূলধন ১২ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভ ২৫০ কোটি ৯৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৮১ দশমিক ৯৮ শতাংশই কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫ দশমিক ৮৬, বিদেশী বিনিয়োগকারী শূন্য দশমিক ৯২ ও মাত্র ১ দশমিক ২৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে শেয়ারটির মূল্য আয় অনুপাত বা পিই রেশিও ১২ দশমিক ৭১, অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ৩৯ দশমিক ৮৩।
কোন মন্তব্য নেই