এমনানগাগোয়ার এর প্রেসিডেন্ট শপথ গ্রহণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এমনানগাগোয়ার এর প্রেসিডেন্ট শপথ গ্রহণ




আজ রোববার জিম্বাবুয়ের রাজধানী হারারের ন্যাশনাল স্টেডিয়ামে দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন এমনানগাগোয়া।  

গত ৩০শে জুলাই জিম্বাবুয়েতে চার দশক পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। গত চার দশক ধরে দেশটিতে রবার্ট মুগাবের টানা শাসন চলে এবং তার পতনের পর দেশে এটাই প্রথম সাধারণ নির্বাচন।
ভোট গ্রহণের দুই দিন পর জানু-পিএফ পার্টির এমনানগাগোয়াকে বিজয়ী ঘোষণা করা হলে বিরোধীদলীয় নেতা নেলসন চামিসা ভোট কারচুপির অভিযোগ তোলেন এবং ভোটের ফল পুনরায় যাচাই করার দাবি জানান। এমনকি ভোটের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা  নিয়ে যুক্তরাষ্ট্রও সন্দেহ প্রকাশ করেছে।

চামিসা ভোটের ফল বাতিলের দাবি করে আদালতের দ্বারস্থ হলে গত শুক্রবার দেশটির সাংবিধানিক আদালত এমনানগাগোয়াকে বিজয়ী ঘোষণা করেন।

যদিও এমনানগাগোয়ার শপথ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউটের পক্ষ থেকে বলা হয়, দেশটিতে ‘গ্রহণযোগ্য গণতন্ত্রের’ অভাব রয়েছে।

কোন মন্তব্য নেই