সন্ত্রাসীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই করব: রাশিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সন্ত্রাসীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই করব: রাশিয়া



রাশিয়া বলেছে, সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলো সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তৎপর সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরুর পর একথা বলল মস্কো।

রাজধানী মস্কোয় গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “যুদ্ধবিরতি অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নে দৃঢ়ভাবে কাজ করা রাশিয়ার দায়িত্ব বলে আমরা মনে করি এবং যতক্ষণ সন্ত্রাসীরা পুরোপুরি নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”  

আরো দেখুন:ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বাইক স্টান্ট ভাইরাল

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধবিমানগুলো ততাকফিরি জাবহাত ফতেহ আশ-শামের অবস্থানে বোমা হামলা শুরু করেছে। এর কয়েক ঘণ্টা পর জাখারোভা সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিশ্রুতির কথা নতুন করে জানিয়ে দিলেন।

জাখারোভা আরো জানান, রুশ বিমানগুলো শুধুমাত্র সন্ত্রাসীদের অবস্থানে হামলা চালিয়েছে, বেসামরিক লোকজনের ওপর নয়। তিনি বলেন, সন্ত্রাসীরা ইদলিব থেকে সিরিয়ার সেনা ও সাধারণ জনগণের ওপর হামলার পাশাপাশি রুশ সেনাদের ওপরও হামলা চালাচ্ছে। সে কারণে তাদেরকে নির্মূল অভিযান শুরু করতে বধ্য হয়েছে মস্কো।

কোন মন্তব্য নেই