রাজশাহীতেও হেলমেট ছাড়া মিলবেনা তেল
রংপুর ও ঢাকার পর এবার রাজশাহীতেও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকের কাছে জ্বালানি তেল বিক্রি করতে নিষেধ করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। একই সঙ্গে তিনজন আরোহী থাকলেও মোটসাইকেলে তেল বিক্রি করতে পারবে না জ্বালানী পাম্প মালিকরা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পাম্প মালিকদের এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ফিলিং স্টেশন মালিক সমিতির কর্তৃপক্ষ।
নির্দেশনা পাবার পর থেকেই পাম্প কর্তৃপক্ষ ট্রাফিক বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ শুরু করেছে। এদিকে আরএমপির পক্ষথেকে রাজশাহী স্থানীয় পাম্প গুলোতে এ সংক্রান্ত ব্যানার লাগানো হয়েছে। পাশাপাশি আরএমপি’র ট্রাফিক বিভাগ ও থানার অফিসার ইনচার্জগন বিষয়টি মনিটরিং করবেন।
এর আগে সর্বপ্রথম রংপুর এবং এই মাসের চার তারিখ থেকে ঢাকায় হেলমেট ছাড়া মটোরসাইকেল চালকদের কাছে তেল বিক্রি নিষিদ্ধ করা হয়। নিরাপদ সড়কের স্বার্থে পুলিশ বিভাব এই সিদ্ধান্ত নিয়েছেন।
রাজশাহী মহানগর পুলিশের মুখাপাত্র ও ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, রাজশাহী মহানগরীতে ২৪টি জ¦ালানী তেলের পাম্প আছে। বৃহস্পতিবার সব পাম্পে পুলিশের নির্দেশনামূলক ব্যানার টাঙানো হয়েছে। দুই একটি বাকি আছে। সেগুলোকে মৌখিক ভাবে বলে দেয়া হয়েছে। শুক্রবারের মধ্যে সেগুলোতেও ব্যানার টাঙানো হবে। পুলিশের নির্দেশনা অমান্য করা হলে সেই পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
রাজশাহী ফিলিং স্টেশন মালিক সমিতির সভাপতি মনিমুল হক বলেন, পুলিশের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। পুলিশের সিদ্ধান্তটি আমাদের সমিতিভুক্ত সব পাম্পগুলোকে জানিয়ে দিয়েছি। কোনো পাম্প থেকেই হেলমেট বিহীন মোটরসাইকেলে তেল বিক্রি করা হচ্ছে না। এছাড়াও বাইকে আরোহী তিনজন থাকলে তাদের তেল দেয়া হচ্ছে না বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই