শ্রদ্ধা ও ভালবাসায় চীর নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাহবুব জামান ভুলু
বীর মুক্তিযোদ্ধা ও রাজাশাহী অঞ্চলের বর্ষীয়ান নেতা মাহবুব জামান ভুলুর দাফন সম্পন্ন হয়েছে। দাফনের আগে বুধবার দুপুর দুইটার পর রাজশাহী কলেজ মাঠে যানাজা অনুষ্ঠিত হয়। যানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় হেতেমখাঁ গোরস্থানে তাকে দাফন করা হয়। মঙ্গলবার বিকেলে তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান।
এর আগে মুক্তিযোদ্ধা ভুলুর কফিন জাতীয় পতাকায় মুড়িয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে রাখা হয়। সেখানে তাকে রাজশাহীর সকল স্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
এদিকে যানাজায় সর্বস্থরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এসময় রাজশাহী কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যানাজায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র পতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সাংসদ ফারুক চৌধুরী, রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, রাজশাহী-৩ আসনের সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সাংসদ আক্তার জাহান, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার (সার্বিক), রাজশাহী জেলার প্রশাসক আব্দুল কাদের, রাজশাহী মহানগর পুলিশের কমিশনার, আওয়ামী লীগ নেতা ঠান্ডু, বিএনপি চেয়াম্যানের উপদেষ্টা ও সাবেক সাংসদ মিজানুর রহমান মিনু, মহানগও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকাসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহীর বিভিন্ন সংঘঠনের সদস্যবৃন্দ।
প্রসঙ্গত মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলুরর রাজনেতিক জীবনের শুরু ছাত্র রাজনীতি দিয়ে। স্বাধীনতার পূর্বে তিনি বঙ্গবন্ধু নেতৃত্বে বাংলাদেরশে ও বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নানা অন্দোলনের নেতৃত্ব দেন। যেতে হয়েছে জেলে। নিজে যুদ্ধকরার পাশাপাশি এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছেন। স্বাধীনতাপরবর্তী সময়ে তিনি দেশ পুনর গঠনে বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতি করেছেন। রাজশাহীতে আওয়ামী লীগের দু:স্বসয়ে তিনি প্রত্যক্ষভাবে দলটির হাল ধরে থেকেছেন।
কোন মন্তব্য নেই