আজ ১৭ই সেপ্টেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজ ১৭ই সেপ্টেম্বর, আজকের দিন ইতিহাসের পাতায় কেমন ছিল




ঘটনা


  •     ১৬৩০ সালের এই দিনে আমেরিকার বোস্টন শহর প্রতিষ্ঠিত হয়।
  •     ১৭৮৭ সালের এই দিনে ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
  •     ১৮৪৮ সালের এই দিনে সাপ্তাহিক সংবাদপত্র ‘সাপ্তাহিক অরুণোদয়’ প্রকাশিত হয়।
  •     ১৮৭১ সালের এই দিনে সুইজারল্যান্ড মন্ট সেনিস রেলওয়ে টানেল উদ্বোধন করা হয়।
  •     ১৯০৩ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
  •     ১৯২৪ সালের এই দিনে হিন্দু মুসলমান সম্প্রীতির জন্য মহাত্মা গান্ধীর অনশন।
  •     ১৯৪৪ সালের এই দিনে ওস্টল্যান্ড হতে এস্তোনিয়া স্বাধীনতা লাভ করে।
  •     ১৯৪৮ সালের এই দিনে আরব ইসরাইল যুদ্ধ এবং ফিলিস্তিন সংকট বিষয়ক জাতিসঙ্ঘের মধ্যস্ততাকারী কেন্ট বার্ণাডোট বায়তুল মোকাদ্দাসে ইহুদী অধ্যুষিত এলাকায় ইহুদীবাদীদের হাতে নিহত হয়েছিলেন।
  •     ১৯৪৮ সালের এই দিনে জার্মানীর খ্যাতনামা জীবনীকার এমিল লুধউইক মৃত্যুবরণ করেন।
  •     ১৯৫৭ সালের এই দিনে মালয়েশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  •     ১৯৬২ সালের এই দিনে গণবিরোধী হামুদুর রহমান শিক্ষা কমিশনের রিপোর্টের বিরুদ্ধে পূর্ব বাংলায় ছাত্র আন্দোলন ও হরতাল পালিত হয়।
  •     ১৯৬৪ সালের এই দিনে সাহিত্যিক নরেশচন্দ্র সেনগুপ্তের মৃত্যু।
  •     ১৯৭০ সালের এই দিনে জর্দান সেনা বাহিনী ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা অভিযান শুরু করেছিল।
  •     ১৯৭৪ সালের এই দিনে বাংলাদেশ, গ্র্যানাডা এবং গিনি বিসাউ জাতিসংঘে যোগদান করে।
  •     ১৮৭৭ সালের এই দিনে ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা উইলিয়াম টলবোটের মৃত্যু।
  •     ১৯৮০ সালের এই দিনে মার্কিন লেখিকা ক্যাথরিন পোর্টারের মৃত্যু।
  •     ১৯৮০ সালের এই দিনে নিকারাগুয়ার সাবেক প্রেসিডেন্ট আনাসতোসিও সমোজা দেবাইলি প্যারাগুয়েতে নিহত হন।
  •     ১৯৮২ সালের এই দিনে হানাদার ইসরাইলী সেনারা লেবাননের সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নিরিহ ফিলিস্তিনীদের উপর ব্যাপক গণহত্যা চালায়।
  •     ১৯৮৩ সালের এই দিনে ভ্যানেসা উইলিয়াম প্রথম কৃষ্ণাঙ্গ মিস আমেরিকান হন।
  •     ১৯৮৮ সালের এই দিনে সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন হয়।
  •     ১৯৯১ সালের এই দিনে উন্মুক্ত সোর্সকোড ভিত্তিক কম্পিউটার অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের প্রথম সংস্করণ (0.01 Version) ইন্টারনেটে প্রকাশিত হয়।
  •     ১৯৯১ সালের এই দিনে এস্তেনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া, উত্তর ও দক্ষিণ কোরিয়া, মাইক্রোনেশিয়া জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
  •     ২০০৫ সালের এই দিনে দেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বানিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু হয়।



জন্ম

  •     ০৮৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন চার্লস সিমপ্লে, তিনি ছিলেন ফরাসি রাজা।
  •     ১৭৪৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মারকুইস ডে কন্ডরকেট, ফরাসি গণিতবিদ ও রাজনৈতিক বিজ্ঞানী।
  •     ১৮২৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বের্নহার্ট রিমান, তিনি ছিলেন বিখ্যাত জার্মান গণিতবিদ।
  •     ১৮৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন খৃস্টান লউস ল্যাঙ্গে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজিয়ান রাজনৈতিক বিজ্ঞানী, ইতিহাসবিদ ও শিক্ষক।
  •     ১৮৮৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন উইলিয়াম কার্লোস উইলিয়ামস, তিনি ছিলেন আমেরিকান কবি, লেখক ও চিকিৎসক।
  •     ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জুনিয়াস রিচার্ড জয়েবর্ধনে, তিনি ছিলেন শ্রীলংকান আইনজীবী, রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট।
  •     ১৯১৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মকবুল ফিদা হুসেন, তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী।
  •     ১৯২২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আগোস্টিনহো নেটো, তিনি ছিলেন এ্যাঙ্গোলা কবি ও রাজনীতিবিদ ও ১ম প্রেসিডেন্ট।
  •     ১৯২৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন হ্যাঙ্ক উইলিয়ামস, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও গিটারিস্ট।
  •     ১৯২৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিটার ল্যাডিফোগিড, তিনি ইংরেজ বংশোদ্ভূত মার্কিনী ভাষাবিজ্ঞানী।
  •     ১৯৩০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এডগার মিচেল, তিনি আমেরিকান মহাকাশচারী।
  •     ১৯৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিনয় মজুমদার, তিনি ছিলেন বাঙালি কবি ও ইঞ্জিনিয়ার।
  •     ১৯৪৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রেইনহোল্ড মেসনার, তিনি ছিলেন ইতালিয়ান পর্বতারোহী ও এক্সপ্লোরার।
  •     ১৯৫০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদী, তিনি ভারতীয় রাজনীতিবিদ ও ১৫তম প্রধানমন্ত্রী।
  •     ১৯৫৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আলমাযবেক আটাম্বায়েভ, তিনি কির্গিজ রাজনীতি ও ৪র্থ প্রেসিডেন্ট।
  •     ১৯৫৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জানেয জান্সা, তিনি স্লোভেনিয়ান রাজনীতিবিদ ও ৫ম প্রধানমন্ত্রী।
  •     ১৯৬৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ব্রায়ান সিংগার, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
  •     ১৯৬৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টিটো ভিলানোভা, তিনি ছিলেন স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।
  •     ১৯৭৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন সিমনে পেরোটা, তিনি ইতালিয়ান ফুটবলার।
  •     ১৯৭৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বিলি মিলার, তিনি আমেরিকান অভিনেতা।
  •     ১৯৮৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

  •     ১৬৬৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন চতুর্থ ফিলিপ, তিনি ছিলেন স্পেনের রাজা।
  •     ১৮৩৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আন্টোইনে লরেন্ট ডি জুসিয়েউ, তিনি ছিলেন ফরাসি উদ্ভিদবিজ্ঞানী ও লেখক।
  •     ১৮৬৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফ্রেড ডি ভিগ্নয়, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
  •     ১৯৪৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এমিল লুধউইক, তিনি ছিলেন জার্মানীর খ্যাতনামা জীবনীকার।
  •     ১৯৫৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তিনি ছিলেন বাংলা ভাষার কবি।
  •     ১৯৬১ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আদনান মেন্ডেরেস, তিনি ছিলেন তুরস্কের আইনজীবী, রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী।
  •     ১৯৬৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন নরেশচন্দ্র সেনগুপ্ত, তিনি ছিলেন বাংলা সাহিত্যিক।
  •     ১৯৭৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম টলবোট, তিনি ছিলেন ইংরেজ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।
  •     ১৯৮০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আনাস্টাসিও সমোযা ডেবায়লে, তিনি ছিলেন নিকারাগুয়ার কমান্ডার, রাজনীতিবিদ ও ৭৩তম প্রেসিডেন্ট।
  •     ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন হ্যারি লক, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
  •     ১৯৯৬ সালে এই দিনে মৃত্যুবরণ করেন স্পিরো আগনিউ, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, রাজনীতিক ও ৩৯তম উপ-রাষ্ট্রপতি।
  •     ২০০৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন এরিক হাল্হুবের, তিনি ছিলেন জার্মান অভিনেতা।
  •     ২০১৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন মারভিন রাইনওয়াটর, তিনি ছিলেন আমেরিকান গায়ক ও গীতিকার।

কোন মন্তব্য নেই