রাজশাহীর প্রবীণ রাজনীতি বীদ ও মুক্তিযোদ্ধা মাহবুব জামান ভুলু আর নেই।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, ও রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব জামান ভুলু আজ বিকেল ৪.২৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান বলে জানা গেছে।
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, মঙ্গলবার দুপুরে বিমান যোগে ঢাকা থেকে রাজশাহী আসার পথে তিনি বিমানে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে রাজশাহী বিমানবন্দরে নামলে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাপসাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।
শেষ খবর পর্যন্ত, ডাবলু সরকার বীর মুক্তিযোদ্ধা ভুলুর লাশ গ্রহণ করে তার নিজ বাসভবন রাজাহাতায় (বিদ্যুত অফিসের পূর্বে) নিয়ে আসেছেন।
শেষ খবর পর্যন্ত, ডাবলু সরকার বীর মুক্তিযোদ্ধা ভুলুর লাশ গ্রহণ করে তার নিজ বাসভবন রাজাহাতায় (বিদ্যুত অফিসের পূর্বে) নিয়ে আসেছেন।
এদিকে প্রবীণ রাজনীতি বীদ ও বীর মুক্তিযোদ্ধা ভুলুর মৃত্যুতে রাজশাহীর সকল স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।
কোন মন্তব্য নেই