কাবুলে বোমা হামলায় নিহত ২০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কাবুলে বোমা হামলায় নিহত ২০

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক স্পোর্টস ক্লাবে বুধবার জোড়া বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ওই হামলায় কমপক্ষে ২০ জন নিহত এবং আরো ৭০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে সেখানে সাধারণত: শিয়া ধর্মাবলম্বীদের লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

তারা জানায়, সংখ্যালঘু শিয়া মুসলিম হাজারা জনগোষ্ঠী অধ্যুষিত দাস্ত-ই-বারসি এলাকায় বুধবার ওই ভয়াবহ এই হামলা চালানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান, প্রথমে ক্লাবটির ভেতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে হামলাকারীসহ চারজন মারা যায়। পরে হতাহতদের জরুরি উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিদের লক্ষ্য করে গাড়িবোমা হামলাটি চালায় হয়।

এতে আফগানিস্তানের সর্ববৃহৎ সংবাদ মাধ্যম টলো নিউজ চ্যানেলের এক রিপোর্টর ও ক্যামেরাম্যান নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন স্থানীয় কয়েকটি টিভি চ্যানেলের আরো চার সাংবাদকর্মী।

সূত্র: আল জাজিরা

কোন মন্তব্য নেই