ইলেকট্রনিক সিম নিবন্ধন ব্যবস্থা চালু করেছে সেলফোন অপারেটর গ্রামীণফোন
দেশব্যাপী গ্রাহকদের জন্য ই-নিবন্ধন বা ইলেকট্রনিক সিম নিবন্ধন ব্যবস্থা চালু করেছে সেলফোন অপারেটর গ্রামীণফোন। গতকাল জিপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে ইলেকট্রনিক সিম নিবন্ধন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহমেদ প্রধান অতিথি ছিলেন। এছাড়া গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান এবং সিসিএও মাহমুদ হোসেন উপস্থিত ছিলেন।
ইলেকট্রনিক সিম নিবন্ধন একটি কাগজবিহীন সিম নিবন্ধন প্রক্রিয়া, যেখানে গ্রাহকদের নতুন সিম কেনার জন্য ছবি কিংবা জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি দিতে হবে না। এ প্রক্রিয়ায় গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরো জোরদার হবে।
এ নিয়ে গ্রামীণফোনের ডেপুটি সিইও ও সিএমও ইয়াসির আজমান বলেন, এ উদ্যোগ একটি নির্দিষ্ট ব্যবস্থার মাধ্যমে আমাদের গ্রাহকদের জীবনকে সহজ করার পাশাপাশি টেলিযোগাযোগ ইকোসিস্টেমের ডিজিটালকরণকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। এটি দীর্ঘমেয়াদে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক অবদান রাখবে।
আরো দেখুন:ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বাইক স্টান্ট ভাইরাল
কোন মন্তব্য নেই