জার্মানি, প্রযুক্তি জায়ান্টগুলোর আধিপত্য ঠেকাতে চায় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জার্মানি, প্রযুক্তি জায়ান্টগুলোর আধিপত্য ঠেকাতে চায়



গুগল ও ফেসবুকের মতো প্রযুক্তি জায়ান্টদের আধিপত্য ঠেকাতে চায় জার্মানি। এ লক্ষ্যে দেশটি তাদের প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থার ক্ষমতা বাড়ানোর কথা ভাবছে। খবর রয়টার্স।

অনেক আগ থেকেই মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর আধিপত্য ঠেকাতে জোরালো পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে আসছেন জার্মানির আইনপ্রণেতারা। তাদের মতে, এসব কোম্পানি ক্রমে শক্তিশালী হচ্ছে। তাই এসব কোম্পানির একচেটিয়াত্ব ঠেকাতে পদক্ষেপ নেয়ার দাবি জানাচ্ছেন তারা। জার্মান সরকার গত মঙ্গলবার এ বিষয়ে পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে। এর ফলে দেশটির আইন ভঙ্গ করলে সেখানে কোম্পানিগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হতে পারে।

জার্মানির অর্থমন্ত্রী পিটার আল্টমাইয়ার জানান, তাদের লক্ষ্য হচ্ছে বিদ্যমান প্রতিযোগিতা আইনকে আরো কার্যকর করা। এজন্য তাদেরকে অবশ্যই জার্মান ও ইউরোপীয় প্লাটফর্মের প্রবৃদ্ধির বিষয়টি খুঁজে বের করতে হবে। একই সঙ্গে বাজার অপব্যবহার প্রতিরোধ করতে হবে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে জার্মান নিয়ন্ত্রক সংস্থাকে আরো ক্ষমতা দেয়ার সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রযুক্তি জায়ান্টগুলোর একচেটিয়াত্ব সর্বোচ্চ স্তরে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রক সংস্থাকে অধিক ক্ষমতা দিতে হবে, যাতে এসব কোম্পানির লাগাম টানা সম্ভব হয়। একই সঙ্গে বড় কোম্পানির কারণে প্রতিদ্বন্দ্বী ছোট কোম্পানিগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে পদক্ষেপ নেয়ার সুপারিশ করা হয়েছে।

চলতি বছরের মধ্যেই ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রত্যাশা করছে জার্মানি। বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যমটির বিরুদ্ধে অভিযোগ, বাজার আধিপত্য কাজে লাগিয়ে গ্রাহকদের না জানিয়ে ফেসবুক তথ্য সংগ্রহ করে। ফেসবুক তাদের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মতো অ্যাপ বা তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তদন্ত চালাচ্ছে জার্মানির জাতীয় প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল কারটেল অফিস। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে সংস্থাটি।

কনজারভেটিভ দলের জ্যেষ্ঠ আইনপ্রণেতা নাদিন স্কয়েন বলেন, এমন তথ্য নীতিমালাকে তারা অবশ্যই সমর্থন করেন। তবে এ বিষয়ে আরো আলোচনা প্রয়োজন।

প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে জার্মান অর্থমন্ত্রী এখন একটি কমিশন গঠন করবেন। এ কমিশনই জার্মানির প্রতিযোগিতা আইনের সংশোধনীর খসড়া প্রস্তুত করবে।



 আরো দেখুন:ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বাইক স্টান্ট ভাইরাল

কোন মন্তব্য নেই