লিনেক্স ইলেক্ট্রনিক্স ও রবি এ্যাজিয়াটা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর। - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লিনেক্স ইলেক্ট্রনিক্স ও রবি এ্যাজিয়াটা-এর মধ্যে চুক্তি স্বাক্ষর।


লিনেক্স ইলেক্ট্রনিক্স বিডি লিঃ ও রবি এ্যাজিয়াটা লিমিটেড এর মধ্যে সম্প্রতি একটি ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী রবি এ্যাজিয়াটা রবি শপ-এর মাধ্যমে লিনেক্স ইলেক্ট্রনিক্স এর সকল পণ্য ক্রেতা সাধারণের কাছে বিক্রয় করতে পারবে। গুলশানের একটি অভিজাত হোটেলে গত মঙ্গলবার আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন লিনেক্স এর সিওও গোলাম শাহরিয়ার কবীর এবং রবি এ্যাজিয়াটা এর পক্ষে আইওটি ও প্রোডাক্ট ইনোভেশন এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শওকত কাদের চৌধুরী। এসময় লিনেক্স ইলেক্ট্রনিক্স এর সিইও কে এম আলী এবং রবি এ্যাজিয়াটা লিমিটেড এর সাপ্লাই চেইন এর জিএম আবু সাঈদ মোহাম্মদ খাইরুল আলম সহ প্রতিষ্ঠান দুটির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক শুভযাত্রা উপলক্ষে ক্রেতাদের জন্য লিনেক্স ইলেক্ট্রনিক্স এর পক্ষ থেকে নির্দিষ্ট পণ্যের উপর আকর্ষণীয় ছাড় দেয়া হচ্ছে।





কোন মন্তব্য নেই