৯/১১-র ১৭ বছর পার করল
1 / 10সালটা ২০১১। সেপ্টেম্বরের ১১ তারিখ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। বাণিজ্য কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে গেল যাত্রীবাহী দুটি বিমান। জঙ্গিহানায় এক নিমেষে শেষ হয়ে গেল কয়েক হাজার প্রাণ। ছবিতে নিহতদের স্মরণে পেপারডাইন বিশ্ববিদ্যালয়।
2 / 10মার্কিন মুলুকে সবচেয়ে বিধ্বংসী জঙ্গি হামলা এটি। প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারিয়েছিলেন ২০১১-এ ১১ সেপ্টেম্বর। ছবিতে নিহতদের স্মরণে পতাকা নিয়ে সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন শ্যাঙ্কসভিলের ন্যাশনাল মেমোরিয়ালে।
3 / 10পেন্টাগনে বিধ্বংসী হামলার ঠিক পরের ক্ষয়ক্ষতির ছবি। ২০১৭-র মার্চ মাসে এই ছবিটি প্রকাশ করেছিল এফবিআই।
4 / 10নিউ জার্সি থেকে সান ফ্রান্সিসকো গামী বিমান নম্বর ৯৩ ধাক্কা মারে পেন্টাগনে। দেশের অর্থনৈতিক ভিতকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল এই হামলা। জীবিকার টানে নিউ ইয়র্ক থেকে ওহায়োতে চলে এসেছিলেন অনেক পরিবার। তেমনই এক পরিবারের ছবি।
5 / 10
6 / 10৯/১১-এর স্মরণে পেনসিলভ্যানিয়ায় আয়োজিত সভায় যোগ দেবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সহ রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
কোন মন্তব্য নেই