শাওমির নতুন ফিচার সুস্থ রাখবে চোখ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শাওমির নতুন ফিচার সুস্থ রাখবে চোখ



এমুলেড ডিসপ্লের ফোনে ডার্ক মোডে ব্যাটারি ব্যাকআপে অনেক উন্নতি চোখে পড়বে ২০১৮ সালের লঞ্চ হয়েছিল ‘এমআইইউআই ১০’। লঞ্চের পরেও এই কাস্টম অ্যান্ড্রোয়েড স্কিনে একের পর এক  ফিচার যোগ করে চলেছে শাওমি। সম্প্রতি নতুন আপডেটে নতুন আপডেটে  ‘এমআইইউআই ১০’ এ যোগ হয়েছে ডার্ক মোড। নতুন ফিচারে সব সিস্টেম অ্যাপ কালো ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা যাবে।

এমআইইউআই গ্লোবাল বেটা রুম ৯.২.১৪ আপডেটে শাওমি ফোনের সিস্টেম অ্যাপ এ ডার্ক মোড যোগ হয়েছে। ডার্ক মোড একদিকে যেমন ফোন ব্যবহারের সময় চোখের ওপর চাপ কমাবে একইভাবে স্মার্টফোনে ব্যাটারি বাঁচাতে সাহায্য করবে।  বিশেষ করে এমুলেড ডিসপ্লের ফোনে ডার্ক মোডে ব্যাটারি ব্যাকআপে অনেক উন্নতি চোখে পড়বে।

এমআইইউআই ফোরাম পোস্টে এই ডার্ক মোডের কথা ঘোষণা করেছে শাওমি। সেটিংস সহ ফোনের সব সিস্টেম অ্যাপ এর মধ্যেই ডার্ক মোড ব্যবহার করা যাবে।



তবে আপাতত শুধু বিটা আপডেট এই ফিচার ব্যবহার করা যাবে।  শাওমি জানিয়েছে ২৮ ফেব্রুয়ারি ভারতে আসছে রেডমি নোট ৭,  ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা।

কোন মন্তব্য নেই