বিমান ছিনতাই চেষ্টাকারীকে পাকড়াও
বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টাকারীকে পাকড়াও করা হয়েছে। সেনা কমান্ডোদের অভিযানে তাকে আহত অবস্থায় আটক করা হয় বলে জানিয়েছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা। অস্ত্রধারী ও ছিনতাইচেষ্টাকারী মধ্য আকাশে পাইলটের মাথায় পিস্তল টেকিয়ে বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছিল বলে বিমানে থাকা যাত্রীদের একজন দাবি করেছেন। পরে বিমানটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। এরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিমানটি ঘিরে ফেলে। পরে সেনা কমান্ডোরা অভিযান শুরু করেন।
কোন মন্তব্য নেই