বিজ্ঞাপন দেওয়া বন্ধ হলো গ্রামীণফোনের! - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিজ্ঞাপন দেওয়া বন্ধ হলো গ্রামীণফোনের!




সবচেয়ে বেশি কল ড্রপের ভোগান্তি পোহাতে হয় মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের গ্রাহকদের। সেই সাথে তাদের ডায়াল করা নম্বরে সংযোগ পেয়েও অনেক বেশি সময় অপেক্ষা করতে হয়।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে দেখা গেছে, মানসম্মত সেবা দেওয়ার পরীক্ষায় কলড্রপে ‘মান’ ধরে রাখতে পারেনি গ্রামীণফোন। সম্প্রতি ঢাকায় এই পরীক্ষা চালায় কমিশন।

গ্রামীণফোনের কলড্রপের হার তিন দশমিক ৩৮ শতাংশ থাকায় নতুন সেবার (প্যাকেজ, অফার, কলরেট) তথ্য জানিয়ে গ্রামীণফোন কোনো মাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো বিটিআরসি’র চিঠিতে বলা হয়, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে স্বতন্ত্র এবং একক স্বত্ত্বাধিকার চুক্তিও করা যাবে না। কোনোভাবেই মাসে কল ড্রপের সর্বোচ্চ হার ২ শতাংশের বেশি হতে পারবে না। এমএনপি লকের ক্ষেত্রে মেয়াদ হবে ৩০ দিন। দেশব্যাপী কোনো ধরনের মার্কেট কমিউনিকেশন করা যাবে না।

এ প্রসঙ্গে বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক বলেন, গ্রামীণফোন সেবার ক্ষেত্রে তাদের গুণগত মান বজায় রাখতে পারছে না। এই কারণে তাদের আর কোনো বিজ্ঞাপন দিতে দেওয়া হবে না।

বিটিআরসির প্রতিবেদনে দেখা গেছে, গ্রামীণফোনের কলড্রপের হার তিন দশমিক ৩৮ শতাংশ। যা কলড্রপের সর্বোচ্চ সীমা বা মান দুই শতাংশ ছাড়িয়ে যায়। আর এই পরীক্ষার মানে রবির অবস্থান এক দশমিক ৩৫, বাংলালিংকের শূন্য দশমিক ৫৮ এবং টেলিটকের এক দশমিক ৫৮ শতাংশ।



ফোরজি গতি পরীক্ষায় দেখা যায়, তিনটি শীর্ষ অপারেটর বিটিআরসি নির্ধারিত সর্বনিম্ন মান ৭ এমবিপিএসের (মেগাবিট পার সেকেন্ড) নিচে গতি সরবরাহ করছে। গ্রামীণফোনের গড় ডাউনলিংক গতি ছিল প্রতি সেকেন্ডে ৫.৮৮ মেগাবিটস। আর রবিতে ৫.৯১ ও বাংলালিংকে ৫.১৮ এমবিপিএস গতি পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই