সর্বত্র বঙ্গবন্ধুর জন্মদিন পালন
রাজশাহীর সর্বত্র দিনভর নানা আয়োজনে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে রবিবার সকালে নগরীর কুমারপাড়া থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেয় নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে নেতৃত্ব দেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শোভাযাত্রাটি সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় গিয়ে শেষ হয়।পরে গ্রিন প্লাজায় উদ্বোধন করা হয় মাসব্যাপী ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব’। জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে উৎসবের উদ্বোধন করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।
এদিকে সকাল সাড়ে নয়টায় নগরীর সিএন্ডবি মোড় হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত শিশু সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়। সকাল দশটায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকাল সোয়া দশটায় জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। একই স্থানে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা অনুষ্ঠান হয়। রাজশাহী জেলা প্রশাসন এসব কর্মসূচির আয়োজন করে।
রাজশাহী শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান প্রধান অতিথি হিসেবে এবং বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় পুলিশ কমিশনার একেএম হাফিস আক্তার, ডিআইডি এম খোরশীদ হোসেন, পুলিশ সুপার মো: শহীদুল্লাহ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল হাদি প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বগুণের অধিকারী। তিনি জনগণের মুক্তির জন্য অনেক জেল জুলুম খেটেছেন এবং পাকিস্তানি হায়েনাদের অনেক নির্যাতন সহ্য করেছেন। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে এবং মেমোরিয়াল অব ওর্য়াল্ড রেজিস্টারে তাঁর ভাষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেননি।
এছাড়া দিবসটি উপলক্ষে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। বাদ যোহর সকল মসজিদে মিলাদ মাহফিল ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধামত সময়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ^বিদ্যালয় পৃথক পৃথক কর্মসূচি পালন করে।
এদিকে রাজশাহী বিশ^বিদ্যালয়, রুয়েট, রাজশাহী মেডিক্যাল বিশ^বিদ্যালয়, রাজশাহী কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়। জেলার উপজেলা পর্যায়েও দিনভর নানা কর্মসূচিতে দিনটি পালন করা হয়।রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি: রোববার রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি, আলোচনা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি সভাপতিত্বে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী। উপস্থিত ছিলেন পরিচালক সাদরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, রেজাউর রহমান দুলাল, আব্দুল গাফ্ফার, সুলতান মাহমুদ, আসাদুজ্জামান রবি। অনুষ্ঠান পরিচালনা করেন সচিব মহা. গোলাম জাকির হোসেন ও আলো আর্ট প্রতিনিধি ফারদিন।রাবি : নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রবিবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই মহানায়ককে স্মরণ করে বিশ্ববিদ্যালয়টি।
দিবসটি উপলক্ষে রোববার সকাল পৌনে ৭টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও চৌধুরী মো. জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, রেজিস্ট্রার, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান, রেজিস্টার অধ্যাপক এম এ বারীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা।
রাকাব : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর প্রধান কার্যালয় চত্বরে দিনটির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে ব্যাংকের উদ্যোগে বঙ্গবন্ধু অঙ্গনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন ব্যাংকের প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক সাইদুর রহমান। এ সময়ে উপস্থিত ছিলেন রাকাব কর্মচারী সংসদ (সিবিএ) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এসএম আব্দুল হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত শহীদুল ইসলাম, অফিসার্স ফোরামের সভাপতি শেখ মো. তৌফিক এলাহী, বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ রাকাব প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের উপ-মহাব্যবস্থাপক/বিভাগীয় প্রধানগণ, রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপকসহ রাজশাহী জোন ও ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাব-এর প্রাক্তন মহাব্যবস্থাপকগণসহ অবসরপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী লাখো শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন রাকাব প্রধান কার্যালয় মসজিদের পেশ ঈমাম সাইদুর রহমান। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
রামেবি : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) সকাল ৮টায় রামেবি’র রাজশাহীস্থ অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিব। সকাল সোয়া ৮টায় অস্থায়ী কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর সাড়ে ৮টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য রালি বের করা হয়। র্যালিটি নগরীর লক্ষিপুর মোড় ও ঐতিহ্য চত্তর (টমটম চত্তর) প্রদক্ষিণ করে আবার অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ১১টায় পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামেবি’র পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএমএ হুরাইরা’র সভাপতিত্বে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা.মাসুম হাবিব, বিশেষ অতিথি ছিলেন, রামেবি’র প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন ও রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাওয়াদুল হক, রামেক’র বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. পারভিন সুলতানা, ফিজিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক ডা. উবাইদুল্লাহ্ ইবনে আলী, কমিউনিটি মেডিসিন বিভাগের সাবেক সহযোগি অধ্যাপক ডা. আব্দুর রশিদ এবং রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ শেফালী খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রামেবি’র সেকশন অফিসার জামাল উদ্দীন। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী এবং অধিভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বরেন্দ্র বিশ^বিদ্যালয় : বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার কাজলা ভবনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদ্যাপন করে। তার মধ্যে ছিল বঙ্গবন্ধুর উপর আলোচনা, কুইজ প্রতিযোগিতা, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি, কেক কাটা এবং পথশিশুদের মধ্যে খাবার বিতরণ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করেন অনুষ্ঠানটির সভাপতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. হাবিবুল্লাহ, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. একরামুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. মো. আল মামুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইয়্যাস তারুণ্যে : ‘তারুণ্যের জয় হবে নিশ্চয়’ এই ¯ে¬াগানে এগিয়ে চলা রাজশাহীর তরুণ সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস নানান কর্মসূচি পালন করেছেন। তরুণ সংগঠন ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাসের সভাপতি তরুণ নেতা শামীউল আলীম শাওনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আকাশের পরিচালনায় কর্মসূচির উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট (বক্ষব্যাধি) ডা. মো. মাসুদুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিলোত্তমা টিবি প্রোগ্রামের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. ইসমাইল হোসেন কৌশিক, রাজশাহীর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. আমিনুল ইসলাম, রাজশাহীর রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সিনিয়র টেকনিশিয়ান (ডেন্টাল) মো. সিফায়েত হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের যুব প্রধান জুনায়েদ ইবনে হান্নান প্রমুখ।
অতিথিরা স্থানীয় জনগেষ্ঠিকে রক্ত দানে উদ্বুদ্ধ করে তুলতে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্ত দানের উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে তাদেরকে বিভিন্ন রোগ প্রতিরোধে করণীয়সহ স্বাস্থ্য সচেতনতা মূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
সোনালী ব্যাংক লিমিটেড : সোনালী ব্যাংক লিমিটেড, রাজশাহী বিভাগের পক্ষ থেকে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপনসহ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির হোসেন, জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যনেজার’স অফিস, রাজশাহী, রোশদুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী, মৃত্যুঞ্জয় সাহা, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রিন্সিপাল অফিস, রাজশাহী, রথীন্দ্র নাথ চক্রবর্তী, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার’স অফিস, রাজশাহী, কামরুজ্জামান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, গ্রেটার রোড শাখা, রাজশাহীসহ সোনালী ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগের সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
রুয়েট : বিভিন্ন কর্মসূচি আয়োজনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিবস এবং জাতীয় শিশু দিবস।
সুর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে রুয়েটে এই দিবস পালনের কর্মসূচি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ।
এরপর উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখের নেতৃত্বে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা যা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তব অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ। এছাড়া শিক্ষক সমিতি, কর্মকতা সমিতি, কর্মচারী সমিতি এবং বিভিন্ন হলসহ ছাত্রলীগ রুয়েট শাখার পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে পৃথক পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
রাজশাহী জেলা পরিষদ : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। রোববার শহিদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার।
অনুষ্ঠানের শুরুতেই সকালে সেখানে জাতির পিতার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুস্পার্ঘ অর্পণ করা হয়। এরপর বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। পরে শিশু দিবসের ওপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ নাঈমুল হুদা রানা, প্যানেল চেয়ারম্যান-২ রবিউল আলম ও প্যানেল চেয়ারম্যান-৩ নারগিস আক্তার। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদ পরিচালিত রাজশাহী ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সার্ভে ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর মাহমুদ হোসেন।
বঙ্গবন্ধু কলেজ : কলেজের অধ্যক্ষ নূরুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদশক লুৎফর রহমান ও অন্যান্যরা এর আগে প্রধান অতিথিকে নিয়ে অধ্যক্ষ মহোদয় বঙ্গবন্ধুর পত্বিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কার্যক্রম উদ্ধোধন করেন।
রাজশাহী কলেজ : রাজশাহী কলেজে নানা আনুষ্ঠানিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবাষির্কী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার সকাল ১০টার দিকে একটি বর্ণাঢ্য র্যালী কলেজ চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ চত্বরে এসে শেষ হয়।
পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানের সভাপতিত্বে ‘রাজশাহী কলেজ ম্যাগাজিন-২০১৮’ এর মোড়ক উন্মোচন করা হয়। এসময় উপাধ্যক্ষ প্রফেসর আল-ফারুক চৌধুরী, অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়াও অধ্যক্ষ ও উপাধ্যক্ষ কলেজ প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করেন।
নিউ ডিগ্রী কলেজ : দিবসটি উপলক্ষ্যে নিউ গভঃ ডিগ্রী কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর এসএম জার্জিস কাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. অলীউল আলম। এছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সরকারি মহিলা কলেজ : জাতির জনকের ৯৯তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবসে উপলক্ষ্যে রাজশাহী সরকারি মহিলা কলেজে আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সৈয়দা নীলুফার ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সাবরীনা শাহনাজ চৌধুরী। শিক্ষক পরিষদের সম্পাদক সারওয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কমেলা হক ডিগ্রী কলেজ : দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করে কমেলা হক ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজ অধ্যক্ষ মহসিন আলীর সভাপতিত্বে আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
মেট্রোপলিটন কলেজ : মেট্রোপলিটন কলেজের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ জুলফিকার আহমেদের সভাপতিত্বে সহকারি অধ্যাপক মাহবুবা ইয়াসমীন, প্রভাষক সুলতান সাব্বির আহমেদ, শরীরচর্চা শিক্ষক মিজানুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
চারুকলা মহাবিদ্যালয় : রাজশাহী চারুকলা মহাবিদ্যালয়ে আলোচনা সভা ও মুক্তিযুদ্ধের ভিডিও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আদর্শ উচ্চ বিদ্যালয় : রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে র্যালি, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
মহিষবাথান আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় : দিবসটি উপলক্ষ্যে বিদ্যালয়ে আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। প্রধান শিক্ষক মাহাবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ¦ একে মাসুদ উপস্থিত ছিলেন।
রাজশাহী বি.বি. হিন্দু একাডেমী : দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ সরকারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়।
রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগ : বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি রোকুনুজ্জামান রিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু, সাংগঠনি সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আলফোর রহমান, দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আযম সেন্টু, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক প্রমূখ। দোয়া পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজ উদ্দিন শাহীদ।
রাজশাহী জেলা যুবলীগ : দিবসটি উপলক্ষ্যে রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজম আলী সেন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিপাশা খাতুন, জেলা যুবলীগের সহ-সভাপতি মোজাহিদ হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম রেজা লিটন, মোবারক হোসেন মিলন, সেজানুর রহমান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান পল্লব, সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম, আবু সালেহ্, আবু নয়ন আক্তার, নির্বাহী সদস্য ইকবাল হোসেন, মুক্তার হোসেন, মাসুদ রানা পিন্টু প্রমূখ।
পবা উপজেলা প্রশাসন: পবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। এদিন সকাল থেকে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিনের নেতৃত্বে ও প্রধান অতিথি থেকে এসব কর্মসুচি পালন করেন। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খায়রুন্নেসা, অধ্যক্ষ আব্দুল খালেক, অধ্যক্ষ কাউছার আলী, অধ্যক্ষ আলতাফ হোসেন, সাবেক অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, প্রধান শিক্ষক ওমর আলী, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, পবা থানা ওসি রেজাউল হাসান প্রমুখ। শেষে চিত্রাংকন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নাটোর: রোববার দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন সংরক্ষিত মহিলা এমপি ও নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ, জেলা প্রশাসক শাহরিয়াজ, পুুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. রাজ্জাকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. আজিজুর রহমান, নাটোর জজ কোর্টের পিপি ও বারের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
দুর্গাপুর: উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মোতালেব মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম, সাবেক প্রচার সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রাজ্জাক, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত হোসেন ও বর্তমান সভাপতি শফিকুল ইসলাম মিঠু।
পবা উপজেলা আ’লীগ: সকালে পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যেছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালি ও আলোচনা সভা। এসব কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এসময় ছিলেন জেলা আওয়ামী লীগ শিল্প বিষযক সম্পাদক মনসুর রহমান, পবা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াসিন আলী, সহসভাপতি বেগম সুফিয়া হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক ছিদ্দিকুর রহমান, পবা মহিলা লীগ সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আনছার আলী, সম্পাদক মোশাররফ হোসেন নয়ন।
ধামইরহাট: নওগাঁর ধামইরহাট ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামইরহাট সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আতাউর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, কৃষি অফিসার সেলিম রেজা, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, ওসি জাকিরুল ইসলাম, এস.আই পিযুষ কান্তি কর্মকার, সঞ্চালক ও উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান প্রমুখ।
বাঘা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আজিজুল আলম, ওসি মহসীন আলী, অধ্যক্ষ নছিম উদ্দিন, আনজারুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ।
পত্নীতলা: এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আযোজনে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন কর্মসুচিতে অংশ নেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা পারভীন।
এনবিআইইউ: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এনবিআইইউ) রোববার রাজশাহীর আলুপট্টিস্থ বঙ্গবন্ধু চত্বরে ইউনিভার্সিটির একাডেমিক ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আবদুল খালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, রেজিস্ট্রার রিয়াজ মোহাম্মদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুকসুদুর রহমান, প্রক্টর ড. আজিবার রহমানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের আয়োজনে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় হতে একটি বর্নাঢ্য র্যালী বের করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদের নেতৃত্বে পুস্পস্তাবক অর্পণ করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বিএমএ সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, সাবেক ছাত্রনেতা সামিউল হক লিটন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব,পল্লী বিদ্যুৎ এর সভাপতি মনিরুল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতার্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ, শাহনেয়ামতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, নামোশংকরাবাটী উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ সিটি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ মহিলা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে।
পবা উপজেলা দলিল লেখক সমিতি: পবা দলিল লেখক সমিতির সভাপতি এসএম আয়নাল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফার রহমান তারেকের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ শাহীনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য এজার আলী, আলফাজ হোসেন, জাফর আলী প্রমুখ।
সিংড়া: এদিন বিভিন্ন কর্মসুচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান বক্তব্য রাখেন।
মুণ্ডুমালা: আলোচনা সভায় উদভট কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও বঙ্গবন্ধ তরুণ লেখক পরিষদের চেয়াম্যান ড.অজিদ দাশ।
উপস্থিত ছিলেন, উদভট সদস্য ও সাবেক চেয়াম্যান আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য শরিফ খান,ফজর আলী মোল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন মুণ্ডুমালা সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মি.কামেল মার্ডী, অধ্যাপক ষষ্টী চন্দ্র.অব:প্রাপ্ত সার্জেন ও কবি আলাল উদ্দিন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জামালা উদ্দিনসহ উদভট কমিটির সকল সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন জুলফিকার হিরো।
শিবগঞ্জ: এদিন বিভিন্ন কর্মসুচিতে প্রধান অতিথি থেকে অংশ নেন শিবগঞ্জ আসনের সাংসদ ডা: সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। উপজেলা নির্বার্হী অফিসার চৌধুরি রওশন ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, উজিরপুর আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আবু বাক্কারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের প্রধান, মুক্তিযোদ্ধাসহ গন্যমান্য ব্যাক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান। এছাড়াও দিবসটি উপলক্ষে মিলাদ মাহফিল ,চিত্রাঙ্কন প্রতিযোগীতা সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।
নিয়ামতপুর: র্যালি শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে শিশু সমাবেশ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মাহফুজুল আলমের সভাপতিত্বে শিশু সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এনমুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাহান সাহা প্রমুখ।
গোমস্তাপুর: এদিন র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, শ্যামপুর আলীম মাদ্রাসার উপাধাক্ষ হাবিবুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষে আশিক নাহার, তাসলিমা খাতুন ইলা, নিয়ামুল হক, শহীদুল¬াহ প্রমুখ।
পোরশা: নওগাঁর পোরশায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশুদিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ। মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আখতার এর উপস্থাপনায় এতে থানা অফিসার ইনচার্জ শাহিনুর রহমান, শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার অপু, ইউএরসি ইন্সিট্রাক্টর আহসান হাবিব ও নিতপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল খালেক সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজশাহী কালচারাল একাডেমি: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমির গবেষণা কর্মকর্তা বেঞ্জামিন টুডু। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও বিভাগীয় কালচারাল একাডেমির উপ-পরিচালক মোহাম্মদ সালাহ্উদ্দিন।
গোদাগাড়ী: উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্পপ্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসহাক, নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক,মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম মিলি, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজউদ্দীন বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর শৈসব কৈশোর মত আজকের শিশুদের গড়ে তুলতে হবে।
বঙ্গবন্ধু পরিষদ: রাজশাহী জেলা শাখার উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুল খালেক। সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেছা তালুকদার, রা.বি উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, রা.বি সাবেক উপ-উপাচার্য প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ্, বঙ্গবন্ধু পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর মো. আবুল কাশেম, রা.বি রেজিস্ট্রার প্রফেসর এম এ বারী, প্রফেসর সরকার সুজিত কুমার, অধ্যাপক সাজ্জাদ বকুল, ছাত্রলীগ নেতা আহসানুল হক পিন্টু, নারীনেত্রী মর্জিনা পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুু পরিষদের সদস্য প্রফেসর দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. এম. তবিবুর রহমান সেখ, একেএম শওকত উদ্দীন রেন্টু, ইদ্রিস আলী, জামসেদ হোসেন টিপু প্রমুখ।
বাগমারা: বাগমারায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠন, বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বেলা এগারোটার দিকে ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ চত্তরে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাগমারার সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বক্তব্যে রাখেন অধ্যক্ষ হাতেম আলী উপজেলা চেয়ারম্যান বাবু অনীল কুমার সরকার। এর আগে সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর মিলনায়তনে উপজেলা প্রশাসন ও বাগমারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীর পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
নওগাঁ: বর্নাঢ্য র্যালীর উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুর্বু রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক এমপি আব্দুল মালেক, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম শাহনেওয়াজ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খান ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস, শিক্ষার্থী হাসিব বিন আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
সাংস্কৃতিক জোট: আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, বাংলা বিভাগের ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অধ্যাপক পি এম শফিকুল ইসলাম, দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম কনকসহ অন্যান্য শিক্ষক ও অসংগঠনটির সদস্যবৃন্দ। এছাড়াও যারা নাট্যকর্মশালায় অংশগ্রহণ করেছিলেন দিবসটি উপলক্ষে তাদের সনদ প্রদান করা হয়।
১৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ: রোববার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে। এদিন বিভিন্ন কর্মসুচিতে অংশ নেন রাসিক ১৩নং ওয়ার্ড স্¦েচ্ছাসেবক লীগ সভাপতি কাউন্সিলর আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার প্রমুখ।
কোন মন্তব্য নেই