চাকরির নামে আটদিন আটকে রেখে ‘দলবেঁধে ধর্ষণ’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চাকরির নামে আটদিন আটকে রেখে ‘দলবেঁধে ধর্ষণ’



নাটোরে এক নারীকে আটদিনে আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বড়াইগ্রাম উপজেলার ওই গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে একটি রিসোর্টে আটকে রেখেছিল চার বখাটে।

এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেছেন ওই গৃহবধূর ভগ্নিপতি। এর আগে গৃহবধূর সন্ধান না পেয়ে তার স্বামী বড়াইগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।

স্বজনরা জানান, গত ১৮ ফেব্রুয়ারি মাঝগ্রাম হাদিস মোড় এলাকার মালেক হোসেনের ছেলে মাসুদ রানা ওই গৃহবধূকে ঈশ্বরদী সরকারি ইক্ষু খামারে চাকরি দেওয়ার কথা বলে নিয়ে যায়। পরে মাসুদ তাকে সাক্ষাৎকার দেওয়ার কথা বলে ঈশ্বরদীর পাকশী এলাকার মঞ্জুয়ার রিসোর্টে নেয়। সেখানে একটি কক্ষে আটদিন আটকে রেখে আরো তিন বন্ধুসহ তাকে ধর্ষণ করে।

একপর্যায়ে ওই গৃহবধূ কৌশলে রিসোর্ট থেকে পালিয়ে একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ির লোকজনের সহায়তায় তিনি চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরে আসেন। 

নির্যাতনের শিকার গৃহবধূ বখাটে মাসুদ রানার নাম বলতে পারলেও অন্যদের পরিচয় জানাতে পারেননি।

ওই গৃহবধূকে আশ্রয় দেয়া ফাতেমা বেগম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

s-serif; font-size: large;">
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই