একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর


বাংলাদেশের শিরোনাম:

বিশ্ব ভোক্তা অধিকার দিবস: বাজারে সক্রিয় অসাধু চক্র-দৈনিক যুগান্তর
নিউজিল্যান্ডের মসজিদে গুলি, শুধু লাশ আর লাশ-দৈনিক প্রথম আলো
খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার: আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
গ্যাসের দাম বাড়ালে আন্দোলনের হুঁশিয়ারি ড. কামালের-বাংলাদেশ প্রতিদিন
ডাকসু নির্বাচন : অনশনে অসুস্থ দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী রবিউল হাসপাতা‌লে-দৈনিক নয়া দিগন্ত
খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন : রিজভী-দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:    

দিল্লির ভিভিআইপি এলাকায় রাত কাটিয়েছিল জইশ প্রধান মাসুদ!-দৈনিক আনন্দবাজার
বেতন না পেয়ে ধরনার হুমকি ‘স্ট্যাচু অফ ইউনিটি’র কর্মীদের-দৈনিক সংবাদ প্রতিদিন
‘ব্রিজের পরিকাঠামো পরীক্ষা করা সত্ত্বেও কেন সেটি ভেঙে পড়ল?’-দৈনিক আজকাল


পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। প্রথমেই আজ আন্তর্জাতিক অঙ্গনের একটি অতি মর্মান্তিক খবরের চুম্বক অংশ তুলে ধরছি।

বাংলাদেশ ভারতসহ বিশ্বের সব মিডিয়ার প্রধান খবরে বলা হয়েছে, নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চে অন্তত দুটি মসজিদে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় ২ বাংলাদেশীসহ নিহত ৪৯। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন দুঃখপ্রকাশ করে বলেছেন এটি ইতিহাসের কলঙ্কময় দিন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে সন্ত্রাসী হামলায় শোক ও নিন্দা জানিয়েছেন।পুতিন বলেছেন, বেদনাদায়ক ও নৃশংস।এরদোগান বলেছেন মুসলমানরা গণহত্যার শিকার হচ্ছেন।যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে হামলাকারী শ্বেতাঙ্গ ট্রাম্পের সমর্থক। এদিকে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, নিউজিল্যান্ডে হামলা নিয়ে বিষ্ময়করভাবে নিরব ট্রাম্প নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় মুশফিকুর রহিম বলেছেন- আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা কি প্রার্থনাস্থলেও নিরাপদ নই: ক্রাইস্টচার্চ হামলায় শোয়েব আখতার টুইটে এমন মন্তব্য করেছেন। বিশ্বজুড়ে চলছে শোক ও নিন্দা।

খালেদা জিয়ার মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার: আইনমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, 'বিএনপি নেত্রী এতিমের টাকা চুরি করে জেল হাজতে গিয়েছেন। তাকে আদালত সাজা দিয়েছে। তার মুক্তির বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার। তাকে ছাড়া হবে কিনা এ বিষয়ে সরকারের কিছু করার নেই।' আজ সকালে আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।মন্ত্রী বলেন, 'বিএনপি নেতারা নিজেদের ঘর সামলাতে পারেন না। তাদের নিয়ে আমাদের কিছু বলার নেই। তারা ভ্রান্ত আইডিয়ার উপর কাছ করেন।'

খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন : রিজভী-দৈনিক মানবজমিন

প্রধানমন্ত্রীর ভয়ংকর প্রতিহিংসা আর জেদের কারণে উপযুক্ত সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

বিশ্ব ভোক্তা অধিকার দিবস: বাজারে সক্রিয় অসাধু চক্র-দৈনিক যুগান্তর

সরকারের বিভিন্ন উদ্যোগের পরও বাজারে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা অব্যাহত আছে। তাদের অপকৌশলের কারণে প্রতিনিয়ত ঠকছেন ভোক্তা। তবে এ বিষয়ে তৎপর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অধিদফতরের তথ্যমতে, বাজার তদারকি ও ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে ২০০৯-১০ অর্থবছর থেকে চলতি অর্থবছরের ৪ মার্চ পর্যন্ত ৫৫ হাজার ৯৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এসব প্রতিষ্ঠানের অসাধু ব্যবসায়ীদের কারণেই ভোক্তারা ঠকে যাচ্ছেন। তবে অধিদফতরের বিভিন্ন কার্যক্রমে ভোক্তারা কিছুটা সচেতন হচ্ছেন। তারা তাদের অধিকার ক্ষুণ্ণ হলে অভিযোগ করছেন। আর অভিযোগের পরিপ্রেক্ষিতে সুফলও পাচ্ছেন।

এমন প্রেক্ষাপটে আজ শুক্রবার দেশে পালিত হবে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস’। দিবসটি উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোক্তা অধিকার সংরক্ষণের সুফল প্রতিটি ঘরে পৌঁছে দেয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

ডাকসু নির্বাচন : অনশনে অসুস্থ দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী রবিউল হাসপাতা‌লে-দৈনিক নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী মো: রবিউল ইসলাম। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। এ নির্বাচনে সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে তিনি প্রার্থী ছিলেন। বৃহস্পতিবার রা‌তে অসুস্থ হ‌য়ে পড়‌লে তা‌কে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হয়। টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এর আগে থেকেই অংশ নেয়া ডাকসু নির্বাচনের চার প্রার্থীর সাথে যোগ দি‌য়ে‌ছিলেন তিনি। এদিকে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রশ্নবিদ্ধ ডাকসু নির্বাচন বাতিল ঘোষণা করে পুনঃতফসিল ঘোষণা ও নির্বাচনের দাবিতে চতুর্থ দিনের মতো অনশন পালন করছে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তবে অনশনের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তাদের দেখতে আসেননি।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

নজির গড়লেন আজিম প্রেমজি, সেবামূলক কাজে দান করলেন ৫২ হাজার কোটি টাকা-দৈনিক সংবাদ প্রতিদিন

বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা ‘উইপ্রো’য় তাঁর নিজের শেয়ারের ৩৪ শতাংশ সামাজিক কাজের জন্য বিলিয়ে দিচ্ছেন সংস্থার চেয়ারম্যান আজিম প্রেমজি। তাঁর দান করা ৩৪ শতাংশ শেয়ারের মূল্য হল ৭৫০ কোটি মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫২ হাজার ১৭৭ কোটি সাড়ে ৮৭ লক্ষ টাকা। শিক্ষা ও বিভিন্ন ধরনের সেবামূলক কাজের জন্য আজিমের দেওয়া এই অর্থ ব্যয় করা হবে। বৃহস্পতিবার ‘আজিম প্রেমজি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। সংস্থার তরফে এই অর্থ দানের ফলে শিক্ষা ও সেবামূলক কাজে আজিম প্রেমজি ফাউন্ডেশনের অনুদানের পরিমাণ বেড়ে হল ২ হাজার ১০০ কোটি ডলার।

‘ব্রিজের পরিকাঠামো পরীক্ষা করা সত্ত্বেও কেন সেটি ভেঙে পড়ল?’-দৈনিক আজকাল

একবছরের মধ্যে মুম্বইয়ে ফের একটি ওভারব্রিজ ভেঙে পড়ল মুম্বইয়ে। বৃহস্পতিবার সন্ধ্যেবেলা ব্যস্ত সময়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেল স্টেশনের কাছে ভেঙে পড়ে ওভারব্রিজটি। ঘটনায় মারা যান ছয় জন। আহত হয়েছেন ৩৬ জন। আর ঘটনার পরই তদন্তের নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। তবে অন্য প্রশ্নও উঠছে। এক বিবৃতিতে ফড়নবিশ জানান, সম্প্রতিই ওই ব্রিজের পরিকাঠামো পরীক্ষা করা হয়েছিল। এরপরই ঘটনায় মৃতদের পরিবারের তরফ থেকে প্রশ্ন উঠছে, ‘ব্রিজের পরিকাঠামো পরীক্ষা করা সত্ত্বেও কেন সেটি ভেঙে পড়ল?’

দিল্লির ভিভিআইপি এলাকায় রাত কাটিয়েছিল জইশ প্রধান মাসুদ!-আনন্দবাজার

পর্তুগাল পাসপোর্ট আর ভুয়ো নামেই ঘুরে বেড়িয়েছিল উত্তর ভারতের একাধিক জায়গা। শেষে গিয়েছিল জম্মু-কাশ্মীরে। শুধু তাই নয়, খোদ রাজধানী দিল্লিতে ভিভিআইপি এলাকাতেও থেকে গিয়েছে সে। অথচ কাক-পক্ষীতেও টের পায়নি!  তবে শেষ রক্ষা হয়নি। কাশ্মীরে গিয়েই ১৯৯৪ সালে ধরা পড়েছিল জইশ জঙ্গিগোষ্ঠীর প্রধান মাসুদ আজহার।

কোন মন্তব্য নেই