মন্ত্রিসভায় রদবদল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মন্ত্রিসভায় রদবদল

মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। এতে অন্তত তিনজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বভার কমেছে।



আজ ১৯ মে, রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (বিধি) শফিউল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডা. মুরাদের স্থলে কে দায়িত্ব পাচ্ছেন তা এখনও জানা যায়নি।

এ ছাড়া কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোস্তাফা জব্বার এখন কেবল একই মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।



স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী করা হয়েছে তাজুল ইসলামকে। একই মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে স্বপন ভট্টাচার্যকে।

গত ৭ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এরপর এই প্রথম মন্ত্রিসভায় পরিবর্তন আনা হলো।

কোন মন্তব্য নেই