ধ্যান ভেঙে গুহা ছাড়লেন মোদি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ধ্যান ভেঙে গুহা ছাড়লেন মোদি

আজ শেষ হচ্ছে ভারতে সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ। রবিবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এই পর্বে দেশের আটটি রাজ্যের ৫৯ আসনে ভোটগ্রহণ হচ্ছে।



এদিকে, ভোটগ্রহণের আগে গতকাল ধ্যানে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে আজ সকালে মোদি ধ্যান ভাঙেন।

এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সকালে ধ্যান ভেঙে কেদারনাথ গুহা থেকে বেরিয়ে বদ্রীনাথের উদ্দেশ্যে রওনা দেন মোদি।

জানা যায়, দুই দিনের বিশেষ সফরে উত্তরখণ্ড আসেন মোদি। হিন্দুদের পবিত্রস্থান কেদারনাথ ও বদ্রীনাথ মন্দিরে সৃষ্টিকর্তার সান্নিধ্যে কাটানোর সংকল্প নেন। সেই মতে শনিবার পৌঁছে যান কেদারনাথ। গেরুয়া বসন পরে কেদারের গুহায় ধ্যানে বসে পড়েন।



অন্যদিকে, বিরোধী দল মোদির এ ধ্যান করাকে নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে অভিযোগ তুলেছে।

কোন মন্তব্য নেই