রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু





রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে মিনু আক্তার নামে ১৮ বছর বয়সের এক কলেজ ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সীতাকুন্ডে ব্যাটারি চালিত রিকশায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনু উপজেলার মুরাদপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের এজাহার মিয়ার মেয়ে।

সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এমন ঘটনা ঘটে। চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক এ তথ্য নিশ্চিত করেন ।



এ বিষয়ে বড় ভাই আরিফ হোসেন জানান, মিনু দুপুর ২ টার দিকে একটি ব্যাটারি চালিত রিকশায় সীতাকুন্ড কলেজ থেকে বাড়িতে যাচ্ছিলো। এ সময় গলায় ফাঁস লেগে রাস্তায় পড়ে মাথায় আঘাত পায় সে। পরে এলাকাবাসী উদ্ধার করে চমেক’এ নিয়ে গেলে সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মিনুকে মৃত ঘোষণা করেন।


কোন মন্তব্য নেই