এটি আইসিসির খুব বাজে পদ্ধতি ব্রেট লি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

এটি আইসিসির খুব বাজে পদ্ধতি ব্রেট লি





ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪১ রান করে নিউজিল্যান্ড। টার্গেটে ব্যাট করতে নেমে ২৪১ রানেই থামে ইংল্যান্ড। টাই হলে ম্যাচ গড়ায় সুপার ওভারে। তাতেও স্কোর সমান- দুদলেরই সংগ্রহ দাঁড়ায় ১৫ রান করে।

শেষ পর্যন্ত বাউন্ডারির হিসাবে বিজয়ী হন ইংলিশরা। স্বপ্নভঙ্গ হয় কিউইদের। দোর্দণ্ড ক্রিকেট খেলেও নিউজিল্যান্ডের শিরোপা হাতছাড়া হওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না অনেক ক্রিকেটবোদ্ধা। তাদের কাঠগড়ায় আইসিসির অভিনব নিয়ম।



এ নিয়েই প্রশ্ন তোলে বসেছেন খোদ অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি। সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি বলেন, ইংল্যান্ডকে অভিনন্দন। দুর্ভাগ্য নিউজিল্যান্ডের। তাদের জন্য সমবেদনা। বিজয়ী বেছে নিতে এটি খুব বাজে পদ্ধতি। এ নিয়ম পাল্টাতেই হবে। এখন সেটি না বলে থাকতে পারছি না।


কোন মন্তব্য নেই