কাশ্মীর নিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন ইমরান খান
কাশ্মীর ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
সোমবার রাত ১০ টার দিকে এ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশনে কাশ্মীর ইস্যু বিশ্বের সামনে তুলে ধরতে শনিবার নিউ ইয়র্কে পৌঁছেছেন ইমরান খান।
প্রধানমন্ত্রী হিসেবে ইমরান এই প্রথম জাতিসংঘ অধিবেনে যোগ দিচ্ছেন। সেখানে কাশ্মীরের জনগণের দুর্দশার কথা তুলে ধরবেন তিনি।
অধিবেশনে যোগ দেওয়ার প্রাক্কালে ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইমরান কাশ্মীরের পাশাপাশি আফগানিস্তান ইস্যু এবং আঞ্চলিক নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করবেন।
এর আগে গত জুলাইয়ে হোয়াইট হাউজের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে প্রথম সরাসরি বৈঠক করেছিলেন ইমরান খান। সে সময় ট্রাম্প কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব করেছিলেন। তবে ভারত তা প্রত্যাখ্যান করে।
আগামী ২৭ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর পাশাপাশি জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা করার কথা রয়েছে ইমরানেরও। ওইদিন একই মঞ্চে ভাষণ দিতে দেখা যাবে দুইজনকে। মোদীর ভাষণের পর ভাষণ দেবেন ইমরান খান।
জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত মালিহা লোধি ইমরানের এবারের যুক্তরাষ্ট্র সফরকে প্রধানমন্ত্রীর নিজের এবং পাকিস্তানের জন্য ‘মিশন কাশ্মীর’ আখ্যা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বক্তব্য রাখবেন। আর তা হচ্ছে, কাশ্মীর বিরোধের একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা।
কোন মন্তব্য নেই