যেভাবে ৫ কেজি কমালেন তামিম ইকবাল
বিশ্বকাপে ব্যর্থতা থেকেই প্রশ্ন ওঠে তামিমের ফিটনেস নিয়ে। যেখানে সাকিব নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করতে ওজন কমান সেখানে যেন নিজের ওজনটাই বয়ে বেড়াতে পারেন না দলের ওপেনার।
পরবর্তী শ্রীলঙ্কা সিরিজে ব্যর্থতার পর সেই সমালোচনা আরো তুঙ্গে ওঠে। সে কারণেই সাময়িক ছুটি নিয়ে কঠোর পরিশ্রমে ৫ কেজিরও বেশি ওজন কমিয়েছেন এই দেশসেরা ওপেনার। শ্রীলঙ্কায় সিরিজ সমাপ্ত করে নিজের ফিটনেস ঠিক করার জন্য ব্যক্তিগত একজন ট্রেইনার নিয়োগ দেন তামিম। ব্যংককে গিয়ে সেই ট্রেইনারকে নিয়ে করেন ৪৯টি সেশন। তার এমন কঠোর পরিশ্রমে ফিটনেস অনেকটাই ঠিক হয়েছে তামিমের। কমেছে ৫ কেজিরও বেশি ওজন।
ব্যাংককে প্রায় এক মাস কাটিয়ে দেশে ফিরে আর বসে থাকেননি তামিম। পরেরদিনই ব্যাট, হেলমেট আর গ্লাভস জোড়া নিয়ে বেরিয়েছেন অনুশীলনে। গতকাল মিরপুরের একাডেমিক মাঠে করেছেন প্রায় দুই ঘন্টা অনুশীলন। এসময় সাংবাদিকদের এড়িয়ে যান তামিম।
উল্লেখ্য, জাতীয় দলের জার্সিতে নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচে ছাড়া আর দেখা যাচ্ছে না তামিমকে। তবে এর আগে নিজেকে ঝালিয়ে নিতে ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ঘরোয়া ক্রিকেট লীগে অংশ নেবেন এই দেশসেরা ওপেনার।
কোন মন্তব্য নেই