শ্যাম্পুর বোতল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা তরুণীর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্যাম্পুর বোতল বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা তরুণীর



ড্রাই শ্যাম্পুর বোতল গাড়িতে রেখেছিলেন ১৯ বছর বয়সী এক কিশোরী। সেই বোতল থেকে ঘটে গেছে ভয়াবহ বিপদ। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে মিসৌরির সেন্ট পিটার্সের ১৯ বছর বয়সী এক তরুণী পয়সা জমিয়ে একটি গাড়ি কেনেন। সেই গাড়িতে রেখেছিলেন ড্রাই শ্যাম্পুর বোতল। সেই বোতল বিস্ফোরণ হয়ে উড়িয়ে দেয় গাড়িটির কাচের ছাদ। শুধু ছাদ নয় গাড়ির বেশ কিছু অংশের ক্ষতি করেছে ড্রাই শ্যাম্পুর বোতলটি।

ওই তরুণীর মা মাক্রিস্টিন ব্যাডার ডেব্রিচ জানিয়েছেন, মেয়ের নাম প্রকাশ্যে আনতে চান না। তবে ১৯ সেপ্টেম্বর তিনি ফেসবুকে নিজের অ্যাকাউন্টে ক্ষতিগ্রস্ত গাড়িটির কয়েকটি ছবি পোস্ট করেছেন।

সেখানে দেখা যাচ্ছে, গাড়ির সানরুফ (ছাদের কাচের অংশ) উড়ে গেছে। দু’টি আসনের মাঝে যে জিনিসপত্র রাখার ছোট্ট খোপ, সেটিকেও ফাটিয়ে দিয়েছে ড্রাই শ্যাম্পুর বোতলটি।  এর কিছুক্ষণ আগে গাড়ি থেকে নেমে গিয়েছিলেন ওই তরুণী। ফলে তার কোনো ক্ষতি হয়নি।

সাধারণত  ড্রাই শ্যাম্পু অ্যালকোহল ও কর্নস্টার্চ দিয়ে তৈরি হয়। এই উপদানগুলি চুলের অতিরিক্ত তেল টেনে নেয়। ড্রাই শ্যাম্পুতে ব্যবহৃত অ্যালকোহলও দাহ্য, কিন্তু যে ড্রাই শ্যাম্পুর ক্যানটি ফেটেছে, সেটির মধ্যে প্রোপেন ও বিউটেন ছিল।

গ্যাস লাইটারে, এই প্রোপেন ও বিউটেন ভরা হয়। ফলে অ্যালকোহল যুক্ত ড্রাই শ্যাম্পুর থেকে প্রোপেন ও বিউটেন যুক্ত ড্রাই শ্যাম্পু বেশি বিপজ্জনক।


এই শ্যাম্পুগুলিকে নির্দিষ্ট একটি তাপমাত্রার নিচে রাখতে হয়। সরাসরি সূর্যালোকে যাতে না রাখা হয় সেই সতর্কবার্তাও দেয়া ছিল ড্রাই শ্যাম্পুর ক্যানের গায়ে।

সূত্র: ইন্ডিয়া টাইমস।


কোন মন্তব্য নেই