ক্যাসিনোর টাকার ভাগ তারেক রহমানও পেতেন: তথ্যমন্ত্রী - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ক্যাসিনোর টাকার ভাগ তারেক রহমানও পেতেন: তথ্যমন্ত্রী



তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জি কে শামীমের কাছ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান প্রতি মাসে এক কোটি টাকা করে চাঁদা নিতেন। তিনিও এর ভাগ পেতেন। তারেক রহমানের ক্যাসিনো নিয়ে চাঁদাবাজির বিষয়টি খতিয়ে দেখা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ড. হাছান মাহমুদ বলেন, এদেশে বিএনপির সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস ও মোসাদ্দেক হোসেন ফালুরাই ক্যাসিনো সংস্কৃতি চালু করেছিলেন। ক্ষমতার শীর্ষে থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান চলছে তাতে কে কোন দলের তা দেখা হচ্ছে না।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরপর তিনি রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে দলের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক আলোচনাসভায় যোগ দেন।


কোন মন্তব্য নেই