ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো ১৮ ক্ষেপণাস্ত্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান, অস্ত্রভাণ্ডারে যুক্ত হলো ১৮ ক্ষেপণাস্ত্র



নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। সেই ধারাবহিকতায় ইরানের অস্ত্রভাণ্ডারে নতুন করে আরও ১৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও টর্পেডো সংযুক্ত করা হয়েছে। সোমবার ‘পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ’ উপলক্ষ্যে দেশটির রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে আয়োজিত কুচকাওয়াজে এসব অস্ত্র উন্মোচন করা হয়।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, এ দিন ‘কাদের’, ‘এমাদ’, ‘সেজ্জিল’, ‘খোররামশাহর’ ও ‘কিয়াম’-সহ বিপ্লবী গার্ড বাহিনীর ১৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়।

কুচকাওয়াজে ‘হেইল’ নামে স্বল্প উচ্চতার একটি আর্টিলারি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও উন্মোচন করা হয় বলে খবরে জানানো যায়।
এছাড়াও এ দিন তেহরান নিজেদের প্রযুক্তিতে তৈরি ‘পাওয়ার ৩৭৩’ নামে সহজে বহনযোগ্য আরেকটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে। এটি রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার সমকক্ষ।

কোন মন্তব্য নেই