নিহত হিজড়া সর্দারের বাড়ির জিনিসপত্র তছনছ
আশুলিয়ায় কাজলী নামে এক হিজড়া সর্দারের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন, না তাকে কেউ হত্যা করেছে– এ নিয়ে তদন্তে মাঠে নেমেছে পুলিশ। তবে তার বাসার নিচতলার মালামাল ও বিভিন্ন জিনিসপত্র তছনছ ও এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছেন এলাকাবাসী।
রোববার সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের দক্ষিণ পাশে চিত্রশাইল কান্দাইল নয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাজলী যশোর জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার কান্দাইল নয়াপাড়ায় ৪ শতাংশ জমি কিনে তৃতীয়তলা নির্মাণাধীন ভবনে বসবাস করতেন। সেখানে তার পরিবারের কোনো সদস্য থাকত না। তবে ওই এলাকার ১০-১২ জন হিজড়ার সর্দার হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন বলে হিজড়াদের আশুলিয়া থানা সর্দার আবদুল্লাহ জানিয়েছেন।
সকালে কাজলীর নির্মাণাধীন ভবনে কাজের জন্য আসেন রাজমিস্ত্রি আল আমিনসহ হেলপাররা। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আল আমিন ভবনের তৃতীয়তলার একটি ফাঁকা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে কাজলীর গায়ে ও তার কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে আশপাশের লোকজন ঘরে ঢুকে অগ্নিদগ্ধ লাশটি দেখতে পায়।
জেলা অ্যাডিশনাল এসপি (অপরাধ) সাইদুর রহমান বলেন, কাজলী আত্মহত্যা করেছে না হত্যা হয়েছে এ বিষয়ে তদন্ত করছি। রহস্য উদ্ঘাটনের জন্য সিআইডি সদস্যদের ডাকা হয়েছে।
তবে কাজলীর নিচতলার বাসার মালামাল ও বিভিন্ন জিনিসপত্র তছনছ ও এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছেন এলাকাবাসী।
রোববার সকালে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের দক্ষিণ পাশে চিত্রশাইল কান্দাইল নয়াপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কাজলী যশোর জেলার বাসিন্দা। তিনি আশুলিয়ার কান্দাইল নয়াপাড়ায় ৪ শতাংশ জমি কিনে তৃতীয়তলা নির্মাণাধীন ভবনে বসবাস করতেন। সেখানে তার পরিবারের কোনো সদস্য থাকত না। তবে ওই এলাকার ১০-১২ জন হিজড়ার সর্দার হিসেবে তিনি দায়িত্ব পালন করতেন বলে হিজড়াদের আশুলিয়া থানা সর্দার আবদুল্লাহ জানিয়েছেন।
সকালে কাজলীর নির্মাণাধীন ভবনে কাজের জন্য আসেন রাজমিস্ত্রি আল আমিনসহ হেলপাররা। তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আল আমিন ভবনের তৃতীয়তলার একটি ফাঁকা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে কাজলীর গায়ে ও তার কক্ষে আগুন জ্বলতে দেখেন। পরে আশপাশের লোকজন ঘরে ঢুকে অগ্নিদগ্ধ লাশটি দেখতে পায়।
জেলা অ্যাডিশনাল এসপি (অপরাধ) সাইদুর রহমান বলেন, কাজলী আত্মহত্যা করেছে না হত্যা হয়েছে এ বিষয়ে তদন্ত করছি। রহস্য উদ্ঘাটনের জন্য সিআইডি সদস্যদের ডাকা হয়েছে।
তবে কাজলীর নিচতলার বাসার মালামাল ও বিভিন্ন জিনিসপত্র তছনছ ও এলোমেলো অবস্থায় দেখতে পেয়েছেন এলাকাবাসী।

কোন মন্তব্য নেই