ভারতে প্রতি পাঁচজন পযর্টকের একজন বাংলাদেশি
ভারত ভ্রমণে ইউরোপ বা অন্য যেকোনো দেশের তুলনায় সবার উপরে রয়েছে বাংলাদেশ। ভারতে ভ্রমণকারী শীর্ষ ৬০টি দেশের তালিকায় প্রথম অবস্থান বাংলাদেশের।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির সংস্কৃতি ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল লোকসভায় এ তথ্য দেন।
ভারতের পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, দেশটিতে ভ্রমণকারীদের মধ্যে প্রতি পাঁচজনে একজন বাংলাদেশি। তালিকায় এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান।
লোকসভায় নিজের বক্তব্যে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতে ভ্রমণকারী শীর্ষ ৬০টি দেশের নাম উল্লেখ করেন প্রহ্লা্দ সিং প্যাটেল। এর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। ২০১৭ ও ২০১৮ সালে কেবল বাংলাদেশ থেকেই ভারতে যান যথাক্রমে সাড়ে ২১ লাখ ও সাড়ে ২২ লাখ পর্যটক। ২০১৬ সালে যার সংখ্যা ছিল ১৩ লাখ।
২০১৬ সালে ভারতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ছিল ৮৮ লাখের কিছু বেশি। যা ২০১৭ সালে বেড়ে দাঁড়ায় ১ কোটিরও বেশি। ২০১৮ সালে পর্যটকের সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় দেড় কোটি।
ভারতে পর্যটন খাতে বাংলাদেশের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান। ২০১৮ সালে ভারতে মার্কিন পর্যটকের সংখ্যা ছিল ১৪ দশমিক ৫ শতাংশ। একইসঙ্গে যুক্তরাজ্য থেকে আসা পর্যটক ছিল ১০ দশমিক ২ শতাংশ।
পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই খাতে আয়ও বেড়েছে ভারতে। ২০১৮ সালে পর্যটন খাত থেকে ভারতের আয় হয়েছে ২৮ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০১৬ সালে ছিল ২২ দশমিক ৯২ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) দেশটির সংস্কৃতি ও পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল লোকসভায় এ তথ্য দেন।
ভারতের পর্যটনবিষয়ক প্রতিমন্ত্রীর তথ্যানুযায়ী, দেশটিতে ভ্রমণকারীদের মধ্যে প্রতি পাঁচজনে একজন বাংলাদেশি। তালিকায় এরপর রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান।
লোকসভায় নিজের বক্তব্যে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভারতে ভ্রমণকারী শীর্ষ ৬০টি দেশের নাম উল্লেখ করেন প্রহ্লা্দ সিং প্যাটেল। এর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। ২০১৭ ও ২০১৮ সালে কেবল বাংলাদেশ থেকেই ভারতে যান যথাক্রমে সাড়ে ২১ লাখ ও সাড়ে ২২ লাখ পর্যটক। ২০১৬ সালে যার সংখ্যা ছিল ১৩ লাখ।
২০১৬ সালে ভারতে বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের সংখ্যা ছিল ৮৮ লাখের কিছু বেশি। যা ২০১৭ সালে বেড়ে দাঁড়ায় ১ কোটিরও বেশি। ২০১৮ সালে পর্যটকের সংখ্যা আরও বেড়ে দাঁড়ায় দেড় কোটি।
ভারতে পর্যটন খাতে বাংলাদেশের পরেই রয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অবস্থান। ২০১৮ সালে ভারতে মার্কিন পর্যটকের সংখ্যা ছিল ১৪ দশমিক ৫ শতাংশ। একইসঙ্গে যুক্তরাজ্য থেকে আসা পর্যটক ছিল ১০ দশমিক ২ শতাংশ।
পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই খাতে আয়ও বেড়েছে ভারতে। ২০১৮ সালে পর্যটন খাত থেকে ভারতের আয় হয়েছে ২৮ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০১৬ সালে ছিল ২২ দশমিক ৯২ বিলিয়ন ডলার।

কোন মন্তব্য নেই