ইটালি ও ফ্রান্সে ভয়াবহ বন্যায় হতাহত অনেকে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইটালি ও ফ্রান্সে ভয়াবহ বন্যায় হতাহত অনেকে


ভারী বর্ষণে কয়েকটি নদীর পানি বাড়ায় ইটালি ও ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। দুইদেশেই বহু মানুষ নিখোঁজ ও কয়েকজনের মৃত্যু হয়েছে।

টানা বৃষ্টিতে ভূমিধসে ইটালির স্যাভোনা শহরের একটি ব্রিজ ধসে কয়েকজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা হেলিকপ্টারে অনুসন্ধান কাজ পরিচালনা করছেন।
বন্যায় নিম্নাঞ্চল অনেক বাড়িঘর ডুবে যাওয়ায় নিরাপদ স্থানে সরে গেছে অনেক মানুষ।

ওদিকে ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি নদীর পানি উপচে তীব্র স্রোতে ঘরবাড়ি, গাছপালা, গাড়ি এবং বেশ কয়েকটি নৌকা ভেসে গেছে। মৃত্যু হয়েছে ২ জনের। একজনের মরদেহ স্থানীয় একটি গ্রামে গাড়ির ভিতরে পাওয়া গেছে।

কোন মন্তব্য নেই