বাংলাদেশে করোনার টেস্ট কিট সরবরাহ করবে চীন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাংলাদেশে করোনার টেস্ট কিট সরবরাহ করবে চীন














করোনা প্রাদুর্ভাবের ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন। দেশটি বাংলাদেশে করোনা শনাক্তে প্রয়োজনীয় টেস্ট কিট সরবরাহ করবে। এছাড়া জরুরি মহামারি প্রতিরোধি চিকিৎসা সাহায্যও প্রদান করা হবে বাংলাদেশকে।

বুধবার ঢাকাস্থ চীনা দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ১৭ই মার্চ চীনা দূতাবাস বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে করোনার টেস্ট কিট সরবরাহের বিষয়টি অবহিত করেছে। চীন জানিয়েছে যে, তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে ব্যাপক সংখ্যক মহামারি প্রতিরোধী চিকিৎসা সরঞ্জাম ও করোনা ভাইরাস শনাক্তের কিট প্রদান করা হবে। এতে বাংলাদেশের মানুষকে চীনের জন্য বন্ধুভাবাপন্ন বলে আখ্যায়িত করা হয়। আরো বলা হয়, মহামারি দমনে চীন সবসময় বাংলাদেশের সবথেকে বিশ্বস্থ বন্ধু হিসেবে পাশে থাকবে।

কোন মন্তব্য নেই