কুকুর-বিড়াল করোনায় আক্রান্ত হয় না - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কুকুর-বিড়াল করোনায় আক্রান্ত হয় না














পোষ্য কুকুর-বিড়াল মালিকদের জন্য সুখবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কুকুর বা বিড়ালের মতো পোষা প্রাণী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে বলে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

আগের সার্স ভাইরাসের মতো করোনাভাইরাস হাঁচি, কাশি ও শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ছড়ায়। তবে এসব পোষ্য প্রাণীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ভাইরাস ছড়ানোর প্রমাণ পাওয়া যায়নি। খবর ইনডিপেনডেন্টের

করোনভাইরাস ঠেকাতে চীনের ঝেজিয়াং প্রদেশে পোষা পশুদের কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল এবং কিছু কুকুরকে জবাই করা হয়েছিল। চীনের আরেকটি গ্রামেও ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে প্রাণীদের হত্যা করার নিয়ম করা হয়েছিল।

কোভিড-১৯ ভাইরাস চীনের উহানের একটি বাজারের মৃত প্রাণীর মাংস থেকে মানুষের মাঝে ছড়িয়ে পড়ে বলে ধারণা গবেষকদের। তবে জীবিত প্রাণী এই ভাইরাস থেকে নিরাপদ বলে মনে করা হচ্ছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে ৭ হাজার ১৭১ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৭০০ জন।

চীনে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৮১। এর মধ্যে তিন হাজার ২২৬ জনের মৃত্যু হয়েছে। চীনের পর সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ইতালিতে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০। এর মধ্যে দুই হাজার ১৫৮ জনের মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই