দলের এক তৃতীয়াংশই করোনায় আক্রান্ত, ইতালি সফরকে দায়ী করলো ভ্যালেন্সিয়া
স্প্যানিশ লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়ার ৩৫ শতাংশ খেলোয়াড়-স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত। প্রথমে আর্জেন্টাইন ডিফেন্ডার এজিকুয়েল গ্যারাইয়ের কোভিড-১৯ ধরা পড়ে। এরপর আরো ৪ জন ফুটবলার-স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এ জন্য মিলান সফরকে দায়ী করেছে ক্লাবটি।
গত ১৯শে ফেব্রুয়ারি সিরি আ’র ক্লাব আতালান্তার বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোর প্রথম লেগ খেলতে ইতালির মিলান সফরে যায় ভ্যালেন্সিয়া। ইতালিতে তখনো দর্শকশূন্য মাঠে খেলা চলছিল। এক সপ্তাহ পরই দেশটিতে ভয়াবহ আকার নেয় করোনা ভাইরাস। বন্ধ করে দেয়া হয় ফুটবলসহ সবধরনের খেলা।
ইতালির বিখ্যাত মিলান শহরেও ব্যাপকহারে ছড়িয়েছে এই মরণভাইরাস। মিলান সফর থেকে ফেরার পর খেলোয়াড়ের করোনা পরীক্ষা করা হয়। ভ্যালেন্সিয়া বলেছে, ‘১৯শে ফেব্রুয়ারি মিলানে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলার পর ক্লাব গৃহীত কঠোর ব্যবস্থা সত্ত্বেও... সবশেষ ফল জানাচ্ছেÑ স্কোয়াডের প্রায় ৩৫ শতাংশের (করোনা পরীক্ষায়) পজেটিভ ফল এসেছে। তবে কারোরই এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যায়নি। সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন, চিকিৎসকদের পরামর্শ নিচ্ছেন এবং বিশেষভাবে নির্দিষ্ট সময়ে অনুশীলন করছেন।’
করোনা মহামারীতে একে একে বন্ধ হয়ে গেছে সবধরনের ক্রীড়া প্রতিযোগিতা। পরিস্থিতির উন্নতি না ঘটলে বছরের বাকি সময়টা হয়ত খেলাধুলা ছাড়াই কাটবে।
কোন মন্তব্য নেই