কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কানাডার আলবার্টা প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা






করোনাভাইরাসের সংক্রমণের কারণে কানাডার আলবার্টা প্রদেশের ক্যালগেরিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ক্যালগেরির সিটি মেয়র নাহিদ ন্যান্সি।






সেই সঙ্গে শহরের সব পাবলিক লাইব্রেরী, জিমনেশিয়াম এবং বিনোদনমূলক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এছাড়া ক্যালগেরির মুসলিম কাউন্সিল অফ ক্যালগেরি ফাউন্ডেশন মসজিদে লোকসমাগম এড়াতে অনির্দিষ্টকালের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ এবং শুক্রবারে জুমার নামাজ স্থগিত করেছে।

এদিকে আলবার্টায় স্কুল কলেজ বন্ধ ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এ পর্যন্ত কানাডার ভ্যাঙ্কুভারে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সর্বশেষ খবরে জানা গেছে পুরো কানাডায় এ পর্যন্ত ৪১৬ জন কোভিড-১৯ এ শনাক্ত’ হয়েছে এর মধ্যে আলবার্টা প্রভিনস এ রয়েছে ৭৪ জন।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর তথ্য মতে কোভিড-১৯ শনাক্তকরণের জন্য আরও অধিক পদক্ষেপের পরিকল্পনা করা হয়েছে।

করোনা ভাইরাস শনাক্তকরণের জন্য আ্যলবারটা প্রভিনস অনলাইন পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতি কানাডার অন্যান্য প্রভিনসেও ব্যবহার করার জন্য আ্যলবারটা হেলথ সার্ভিস কাজ করছেন।

কোন মন্তব্য নেই