রাজধানীতে বিবস্ত্র করে গৃহকর্মীকে নির্যাতন, চিকিৎসক দম্পতি আটক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজধানীতে বিবস্ত্র করে গৃহকর্মীকে নির্যাতন, চিকিৎসক দম্পতি আটক














রাজধানীর হাজারীবাগের মধুবাগে বিবস্ত্র করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসক দম্পতিকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে তাকে উদ্ধার করে অভিযুক্ত দম্পতি শম্পা ও তার স্বামী শামীমকে আটকে রাখে এলাকাবাসী। পরে পুলিশ এসে তাদের থানা হেফাজতে নিয়ে যায়।

নির্যাতনের শিকার পিংকি জানায় প্রায়ই তাকে মারধর করতেন গৃহকর্তী শম্পা। তাকে মারার জন্য আলাদা বেতও রাখা আছে বাসায়। এর আগে তার চুল কেটে দিয়েও নির্যাতন করেছে বলে অভিযোগ তার।

পুলিশ জানায়, পিংকির শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। পিংকির অভিভাবকরা মামলা না করলে পুলিশ বাদি হয়ে মামলা করবে। তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।







কোন মন্তব্য নেই