ছন্দে ফিরেছে ব্যাংক ও বিমা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছন্দে ফিরেছে ব্যাংক ও বিমা

 

গত কয়েকদিন বেকায়দায় ছিল ব্যাংক ও বিমার শেয়ার। গতকাল রোববারও খাত দুটির শেয়ার দরে বড় বিপর্যয় দেখা গেছে। তবে ঈদের আগেরদিন আজ সোমবার (১৯ জুলাই) ঘুরে দাঁড়েয়েছে এই দুই খাত। খাত দুটির শেয়ার যেমন বড় চাঙ্গাভাবে ফিরেছে, লেনদেনেও তেমনি উল্লম্ফন দেখা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ উভয় পুঁজিবাজারে সূচকের বেশ উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বিনিয়োগকারীদের বেশি আগ্রহ লক্ষ্য করা গেছে ব্যাংক ও বিমা খাতের শেয়ারে। আজ ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় ব্যাংক ও বিমা খাতের শেয়ার বিশেষ করে বিমার শেয়ার আধিপত্য লক্ষ্য করা গেছে।


আজ ব্যাংক খাতের ৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির বা ৭৪.১৯ শতাংশ কোম্পানির। দর কমেছে ৫টির বা ১৬.১৩ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ৩টির বা ৯.৬৮ শতাংশ কোম্পানির।


ব্যাংক খাতে আজ দর বেশি বেড়েছে আইসিবি ইসলামী ব্যাংকের ৩.৯২ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৩.২৭ শতাংশ, ব্যাংক এশিয়ার ৩.১৯ শতাংশ, প্রাইম ব্যাংকের ২.৭০ শতাংশ, ডাচবাংলা ব্যাংকের ২.৬৩ শতাংশ, আল-আরাফা ব্যাংকের ২.২৩ শতাংশ, এনসিসি ব্যাংকের ২.০২ শতাংশ, উত্তরা ব্যাংকের ১.৭৯০ শতাংশ।


বিমা খাতের লেনদেন হওয়া ৪৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪২টির বা ৮৫.৭২ শতাংশ কোম্পানির। দর কমেছে ৬টির বা ১২.২৪ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ১টির বা ২.০৪ শতাংশ কোম্পানির।


আজ ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় বিমা খাতের ব্যাপক আধিপত্য দেখা গেছে। এখাতে আজ বেশি দর বেড়েছে গ্লোবাল ইন্সুরেন্সের ৯.৯৮ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্সের ৯.৪৭ শতাংশ, পূরবী ইন্সুরেন্সের ৮.১৩ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৭,৯৬ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্সের ৭.৫৫ শতাংশ, নর্দার্ন ইন্সুরেন্সের ৬.৬৬ শতাংশ, সন্ধানী লাইফ ইন্সুরেন্সের ৬.১৯ শতাংশ, প্রাইম ইন্সুরেন্সের ৬.১৯ শতাংশ, ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের ৬.০৮ শতাংশ, ফিনিক্স ইন্সুরেন্সের ৫.৯৯ শতাংশ, বিজিআইসির ৫.৯০ শতাংশ, দেশ ইন্সুরেন্সের ৫.৪৮ শতাংশ।

কোন মন্তব্য নেই