ব্লক মার্কেটে যেসব কোম্পানির বড় লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস এবং ঈদের আগে শেষ লেনদেনের দিন সোমবার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩৬টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ২০ কোটি ৬৪ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ২৪ লাখ ৮ হাজার ৫৪৯টি শেয়ার ৬৫ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২০ কোটি ৬৪ লাখ ২৪ হাজার টাকার লেনদেন হয়েছে।
আজ ব্লক মার্কেটে ৪ কোম্পানির বড় লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে বিকনফার্মার । কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬ কোটি ১১ লাখ ৭১ হাজার টাকার।দ্বিতীয় সর্বোচ্চ ব্রিটিশ আমেরিকান টোবাকোর ৩ কোটি ২২ লাখ ১১ হাজার টাকার, তৃতীয় সর্বোচ্চ স্কয়ার ফার্মার ২ কোটি ২৪ লাখ টাকার এবং চতুর্থ সর্বোচ্চ কট্টালি টেক্সটাইলের ১ কোটি ৩৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এছাড়া, মেঘনা লাইফের ৯২ লাখ টাকার, রহিম টেক্সটাইলের ৮৫ লাখ ৪৮ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৬৪ লাখ ৮০ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৬১ লাখ ৪০ হাজার টাকার, ওয়ালটনের ৫৭ লাখ ৪০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্সুরেন্সের ৫৫ লাখ ২৫ হাজার টাকার, ন্যাশনাল হাউজিংয়ের ৪৯ লাখ টাকার, ম্যারিকোর ২৮ লাখ ৪৮ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ২৬ লাখ ৩৫ হাজার টাকার, ন্যাশনাল ফীডমিলের ১৯ লাখ ৭২ হাজার টাকার, ফু-ওয়াং সিরামিকের ১৮ লাখ ৪৯ হাজার টাকার, বে-লিজিংয়ের ১৮ লাখ ৪১ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ১৬ লাখ ৭৭ হাজার টাকার, শাইনপুকুর সিরামিকের ১৫ লাখ ৬৫ হাজার টাকার, ফরচুন সুজের ১৫ লাখ টাকার, রূপালী ইন্সুরেন্সের ১৪ লাখ ৯৬ হাজার টাকার, সি পার্লের ১২ লাখ ৫৯ হাজার টাকার, সিএপিএমবিডিবিএলমিউচুয়াল ফান্ডের ১১ লাখ ৪৭ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১১ লাখ ৩৪ হাজার টাকার, গ্রীন ডেল্টার ১০ লাখ ৬১ হাজার টাকার, ফু-ওয়াং ফুডের ১০ লাখ ৪০ হাজার টাকার, সাউথ ইস্ট ব্যাংকের ১০ লাখ ২০ হাজার টাকার, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮ লাখ ৯০ হাজার টাকার, জি পি এইচ ইস্পাতের ৭ লাখ ৬৩ হাজার টাকার, বার্জার পেয়ন্টসের ৭ লাখ ৫৬ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ৭ লাখ টাকার, লিন্ডি বিডির ৬ লাখ ৭০ হাজার টাকার, ইনডেক্সে এগ্রোর ৫ লাখ ৯৯ হাজার টাকার, ইসলামী ইন্সুরেন্সের ৫ লাখ ৪৪ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ৫ লাখ ৪২ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৫ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই