বগুড়ায় করোনা ও উপসর্গে এক দিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বগুড়ায় করোনা ও উপসর্গে এক দিনে সর্বোচ্চ ২৪ জনের মৃত্যু


বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে সর্বোচ্চ ২৪ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৬ জন এবং উপসর্গে ১৮ জন মারা যান। আর করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৪৪ জন।


শনিবার সকাল সাড়ে ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।


করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন-দুপচাঁচিয়ার শিশির চন্দ্র (৭০), বগুড়া সদরের সরদার রহমতুল্লাহ (৮৩), শেরপুরের জাহানারা (৭৩), গাবতলীর সামেদ আলী (৯৫), শেরপুরের চাঁন মিয়া (৪৫) এবং সদরের সেলিনা (৬৯)।





উপসর্গে মারা যাওয়া ১৮ জন বগুড়ার কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ছিলেন।


কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু


ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় দুইটি পিসিআর ল্যাবে ৩৪৫ নমুনায় নতুন করে আরও ১৪৪ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ১২৬ জন, ঢাকায় পাঠানো ৪৯ নমুনায় ৮ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৪ নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে আক্রান্তের হার ৪১ দশমিক ৭৩ শতাংশ।




সিভিল সার্জন অফিস জানায়, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৮৫২ জন করোনায় শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪২২ জন এবং ৫৩৩ জন মারা গেছে। এছাড়া জেলায় বর্তমানে ১ হাজার ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

কোন মন্তব্য নেই