গাজীপুরে কারখানা খোলা রাখায় জরিমানা
করোনাভাইরাস প্রতিরোধে সরকারের কঠোর বিধিনিষেধের মধ্যেও নির্দেশ অমান্য করে গাজীপুরের টঙ্গীতে কারখানা খোলা রাখার অপরাধে একটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর জেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর মরকুন এলাকায় এ ওয়ান পলিমার লিমিটেড নামের কারখানাটি তাদের পণ্য উৎপাদন কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কারখানায় গিয়ে সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা খোলা রাখায় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানা মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। এসময় কারখানার সকল শ্রমিককে বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়।
কোন মন্তব্য নেই