সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৭৮১ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৭৮১ কোটি টাকা

 


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।


ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৮৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৫৭ পয়েন্টে।


এ সময় লেনদেন হওয়া ৩৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৭ টির, দর কমেছে ১২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৭৮১ কোটি ৭১ লাখ ৭২ হাজার টাকা।


অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৯ পয়েন্টে।


এ সময় লেনদেন হওয়া ২২০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, দর কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২৪ কোটি ৮ লাখ ২৮ হাজার টাকা।

কোন মন্তব্য নেই