আজিজ পাইপসের দর বৃদ্ধির অন্যতম কারণ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আজিজ পাইপসের দর বৃদ্ধির অন্যতম কারণ


 
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেডের উৎপাদন গত ৮ মাস যাবত বন্ধ। এতে করে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কম ছিলো। কিন্তু আজ উৎপাদনের খবরে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের ব্যপক আগ্রহ লক্ষ করা গেছে। যার কারণে কোম্পানিটির শেয়ার দরে দেখা গেছে রমরমা অবস্থা। আজ সবাইকে টপকে কোম্পানিটির শেয়ার ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে। ডিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।


জানা গেছে, উৎপাদনের খবরে আজ (রোববার) কোম্পানিটির শেয়ার দর বেড়েছে এক দিনে যতোটা সর্বোচ্চ বাড়ার সুযোগ রয়েছে ততোটা। অর্থাৎ ১১ টাকা ৯০ পয়সা বা ১০ শতাংশ। আগের দিন কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১১৯ টাকায়। আজ ক্লোজিং দর হয়েছে ১৩০ টাকা ৯০ পয়সায়।


তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত নয় মাসে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৬১ টাকা ৬০ পয়সা্ বা ৪৬ শতাংশ। নয় মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিলো ৮৯ টাকা ৩০ পয়সা। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৩০ টাকা ৯০ পয়সায়।


এর আগে আজ সকালে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জকে জানায়, আগামী ১ অক্টোবর থেকে উৎপাদন চালু করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটর পরিচালনা পর্ষদ।


জানা যায়, প্রায় ১০ মাস কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। এর আগে কাঁচামাল জটিলতায় চলতি বছরের ১০ জানুয়ারি থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। ওই সময় কোম্পানিটি জানিয়েছিল যে, করোনা মহামারির কারণে সাপ্লায়াররা সময়মত পিভিসি রেসিন (প্রধান কাচাঁমাল) সরবরাহ করতে না পারায় কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্থ হয়। এছাড়া লোকাল বাজারে কাঁচামালের অস্বাভাবিক দর বৃদ্ধি পাওয়ায় ব্যবহারে উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে। এর ফলে পণ্য বাজারজাতকরণে কোম্পানি ভোগান্তিতে পড়তে পারে।


এমন পরিস্থিতিতে কোম্পানির সি-সিফট থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে উৎপাদন কার্যক্রম। তবে কাঁচামালের জটিলতা কেটে গেলে, আবারও শুরু করা হবে উৎপাদন কার্যক্রম।


সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। গত নয় মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, (জুলাই’২০- মার্চ’২১) কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান দেখিয়েছে ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিলো ২৬ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে লোকসান ১৪ টাকা ৭৬ পয়সা।

কোন মন্তব্য নেই