তালেবান নিয়ন্ত্রণের সময়পঞ্জি
১৪ এপ্রিল: মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন মে মাস থেকে শুরু হয়ে সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
৪ মে: হেলমান্দ প্রদেশে সরকারি বাহিনীকে লক্ষ করে হামলা শুরু করে তালেবান যোদ্ধারা। একই রকম হামলা শুরু হয় আরো ছয়টি প্রদেশে।
১১ মে: তালেবানরা নার্খ জেলা দখলে নেয়।
৭ জুন: ২৪ ঘণ্টায় দেড় শতাধিক আফগান সেনাকে হত্যা করে তালেবান সশস্ত্র যোদ্ধারা। ৩৪ প্রদেশের ২৬ টিতে হামলা শুরু।
২২ জুন: আফগানিস্তানের উত্তরাঞ্চলে সিরিজ হামলা শুরু। জাতিসংঘের দূতদের হিসাবে ৩৭০ জেলার মধ্যে ৫০টির বেশির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা।
২ জুলাই: বাঘরাম সেনা ঘাঁটি থেকে হুট করেই মার্কিন সেনা প্রত্যাহার। আফগান যুদ্ধ থেকে সরাসরি মার্কিন সম্পৃক্ততার অবসান।
৫ জুলাই: আফগান সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনার ঘোষণা।
২১ জুলাই: আফগানিস্তানের অর্ধেক জেলার নিয়ন্ত্রণ নেয় তালেবানরা।
২৬ জুলাই: অব্যাহত তালেবান হামলার মুখে আফগান নিরাপত্তা বাহিনীকে সহায়তার আশ্বাস মার্কিন যুক্তরাষ্ট্রের। জাতিসংঘ জানায়, দুই মাসের সহিংসতায় ২৪০০ বেসামরিক মানুষ নিহত কিংবা আহত হয়েছে।
৬ আগস্ট: প্রথমবারের মতো প্রাদেশিক রাজধানী জারাঞ্জ দখল করে।
১৫ আগস্ট: ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ২৮টির নিয়ন্ত্রণ শেষে রাজধানী কাবুল ঘিরে ফেলে তালেবানরা। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে প্রেসিডেন্ট আশরাফ গনিকে চাপ। অবশেষে আশরাফ গনির দেশত্যাগ।
কোন মন্তব্য নেই