১২ আগস্ট থেকে মর্ডানার দ্বিতীয় ডোজ চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১২ আগস্ট থেকে মর্ডানার দ্বিতীয় ডোজ চালু

 


মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কার্যক্রমে আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ আগস্টের পর সারাদেশে মডার্না ভ্যাকসিনের ১ম ডোজ দেওয়া বন্ধ ও ২য় ডোজ দেওয়া শুরু হবে। তবে যেসব স্থানে ওই ভ্যাকসিনের ১ম ডোজ উদ্বৃত্ত রয়েছে সেসব স্থানে দ্রুত ১ম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করে ২য় ডোজ দেওয়া শুরু করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের ভ্যাকসিনের ২য় ডোজ দেওয়া আরম্ভ করতে হবে। এ লক্ষ্যে সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে চাহিদা অনুযায়ী দ্বিতীয় ডোজের ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে।মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান টিকা কার্যক্রমে আগামী বৃহস্পতিবার (১২ আগস্ট) থেকে মডার্নার প্রথম ডোজের টিকা প্রয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কোন মন্তব্য নেই