বনানীতে আনন্দ টিভির ভবনে ভয়াবহ আগুন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বনানীতে আনন্দ টিভির ভবনে ভয়াবহ আগুন

 

রাজধানীর বনানীতে একটি ভবনে আগুন লেগেছে।


শনিবার সকাল ৯টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে গেছে। 


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, সকালে ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে। ভবনটির দ্বিতীয় তলায় আনন্দ টিভির অফিস রয়েছে।


জিয়াউর রহমান আরও বলেন, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পাঠানো হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 


তাৎক্ষণিকভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তিনি জানাতে পারেননি। 

কোন মন্তব্য নেই