শিশুদের নিরাপদ নেট সার্ফিংয়ে মাইক্রোসফট এজের কিডস মোড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শিশুদের নিরাপদ নেট সার্ফিংয়ে মাইক্রোসফট এজের কিডস মোড

 

বর্তমান বিশ্বে অনলাইন দুনিয়া ও ইন্টারনেটকে অস্বীকার করার উপায় নেই। শিশুরাও এখন এ দুনিয়ার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত। করোনা মহামারীর ফলে অনলাইন ক্লাস, ভিডিও গেম সবকিছুতেই ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। তাই ইন্টারনেট থেকে শিশুদের দূরে সরিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু এ ইন্টারনেট ব্যবহার করে শিশুরা অনেক ধরনের বিপদই ঘটাতে পারে। আবার সামাজিক মাধ্যমে এমন অনেক কিছু ছড়িয়ে রয়েছে, যা শিশুদের ক্ষেত্রে উপযোগী নয়। তাই এসব ক্ষতিকারক দিকগুলো থেকে শিশুদের দূরে রাখার জন্য অভিভাবকদের তাদের অনলাইন অ্যাক্টিভিটির ওপর নিয়মিতভাবে নজর রাখা উচিত। এ ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে মাইক্রোসফট  নতুন ফিচার কিডস মোড চালু করেছে। মাইক্রোসফট এজে চালু হওয়া এ ফিচারটি তৈরি করা হয়েছে পাঁচ বছর থেকে ১২ বছর বয়সী শিশুদের কথা মাথায় রেখে। খবর টেকক্রাঞ্চ।


মাইক্রোসফট এজের কিডস মোড ফিচারটি বিং সেফসার্চযুক্ত। এর ফলে শিশুরা নির্দিষ্ট ৭০টি জনপ্রিয় শিশুদের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইট খুলতে পারবে না। এগুলো ছাড়া কোনো শিশু অন্য কোনো ওয়েবসাইট খুলতে গেলেই তাদের অভিভাবকদের অনুমতির দরকার হবে। এর ফলে অভিভাবকরা তাদের শিশুদের ইন্টারনেটের ক্ষতিকারক দিকগুলো থেকে দূরে সরিয়ে রাখতে পারবে। যেভাবে কিডস মোড চালু করতে হবে—


স্টেপ ১ : মাইক্রোসফট এজ খুলে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। এটি স্ক্রিনের ওপরে ডান দিকের কোণে রয়েছে। তারপর ব্রাউজ ইন কিডস মোডে ক্লিক করতে হবে।


স্টেপ ২ : এরপর স্ক্রিনের ওপর একটা পপআপ দেখতে পাওয়া যাবে, সেটাতে ক্লিক করলে স্টারটেড অপশন দেখতে পাওয়া যাবে। সেটাতে ক্লিক করে বাচ্চাদের বয়স নির্বাচন করতে হবে।


স্টেপ ৩ : বয়স অনুযায়ী ব্রাউজিং করার অনুমতি পাওয়া যাবে। পাঁচ থেকে আট বছর নির্বাচন করলে, কয়েকটি আইকন যুক্ত ব্রাউজার দেখা যাবে, ৯ থেকে ১২ বছর নির্বাচন করলে বয়স অনুযায়ী নিউজ আর্টিকেল দেখা যাবে হোম ব্রাউজারে।


কিডস মোড থেকে বেরোনোর জন্য এক্সিট কিডস মোড অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড ও পিন দিয়ে সেটি বন্ধ করতে হবে।

কোন মন্তব্য নেই