ওয়েভ ফিচার চালু করল ক্লাবহাউজ
প্রাইভেট চ্যাটে বন্ধুদের আমন্ত্রণ জানানোর জন্য আনুষ্ঠানিকভাবে ওয়েভ ফিচার চালু করল যুক্তরাষ্ট্রভিত্তিক অডিও চ্যাট অ্যাপ প্লাটফর্ম ক্লাবহাউজ। অধিকসংখ্যক ব্যবহারকারী যাতে পাবলিক রুম ব্যবহার করতে পারে, সেজন্য এ ফিচার চালু করল প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
ক্লাবহাউজের এ ফিচার চালুতে ব্যবহারকারীরা এখন ভার্চুয়ালি তাদের বন্ধু-বান্ধবদের ওয়েভ দিতে বা হাত তুলতে পারবেন এবং নির্ধারিত অডিও চ্যাট রুমে যোগদানের জন্য আমন্ত্রণ জানাতে পারবেন।
রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে ক্লাবহাউজের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পল ডেভিসন বলেন, সোস্যাল অডিও ফিচারের যাত্রা ক্লাবহাউজের মাধ্যমেই শুরু হয়েছে। শুরু থেকেই ফেসবুক ও টুইটার এ ফিচার অনুকরণ করে আসছে। প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের প্রাইভেট চ্যাট সুবিধা দিতে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, অধিকাংশ মানুষ বড় কথোপকথনের জন্য আমাদের চিনে থাকেন। কিন্তু এর অন্যতম কারণ হচ্ছে মানুষ এখানে তাদের পরিচিতদের পাশাপাশি নতুন নতুন মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছেন। ফিচারটি নিয়ে ক্লাবহাউজ জানায়, ব্যবহারকারীরা অ্যাপের মধ্যে অনলাইনে থাকা বন্ধুদের ওয়েভ দিতে পারবেন। কেউ এ ওয়েভ গ্রহণ করলে আলাদাভাবে প্রাইভেট অডিও চ্যাটরুম চালু হয়ে যাবে। এরপর ব্যবহারকারীরা প্রাইভেট রুমে আরো মানুষদের আমন্ত্রণ জানাতে পারবেন অথবা রুমটি পাবলিক করে দিতে পারবেন।

কোন মন্তব্য নেই